Ajker Patrika

৮ বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী

মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৯
৮ বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী

সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এতে অংশ নিচ্ছে না বিএনপি। তবে চৌদ্দগ্রামের সাতটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন দলটির আট নেতা। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রার্থী হওয়া বিএনপির নেতারা হলেন ২ নম্বর উজিরপুর ইউপিতে সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সাবেক সদস্য আবদুস ছোবহান, ৫ নম্বর শুভপুর ইউপিতে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আহসান হাবিব জিতু, ৮ নম্বর মুন্সীরহাট ইউপিতে সাবেক উপজেলা ছাত্রদল নেতা আবদুল কাইউম ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ৯ নম্বর কনকাপৈত ইউপিতে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক রাশেদ, ১০ নম্বর বাতিসা ইউপিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন, ১১ নম্বর চিওড়া ইউপিতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মজুমদার জালাল এবং ১৩ নম্বর জগন্নাথদীঘি ইউপিতে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী।

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া, বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের খবর এবং এই নির্বাচনে স্থানীয় প্রভাব তথা কোনো কোনো ক্ষেত্রে প্রতীকের চেয়ে ব্যক্তি ইমেজ কাজ করায় দলটির নেতারা নির্বাচনের মাঠে লড়াই করতে আগ্রহী হচ্ছেন।

এদিকে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, দলীয় নেতা-কর্মীদের নিয়ে কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা। তাঁরা এখন পর্যন্ত কোথাও সরকারদলীয় প্রার্থীর দ্বারা বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ করেননি।

কনকাপৈত ইউপিতে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবদুর রাজ্জাক রাশেদ বলেন, ‘চৌদ্দগ্রামে বিএনপির বিশাল একটি নিজস্ব ভোটব্যাংক রয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের ডাকে সাড়া দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রার্থী শাহআলম বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। দলীয় নেতা-কর্মীরা নিরলসভাবে আমার পক্ষে কাজ করছেন।’

উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করছে না। এরপরও কেউ কেউ প্রার্থী হয়েছেন। এটি তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এটি সত্য যে, আমাদের এসব নেতার এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাই তাঁরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত