Ajker Patrika

বাঁশের খুঁটিতে বিদুতের তার, দুর্ঘটনার ঝুঁকি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৪: ০০
বাঁশের খুঁটিতে বিদুতের  তার, দুর্ঘটনার ঝুঁকি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝড়ে কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় সেখানে বিদ্যুতের খুঁটির বদলে বসানো হয়েছে বাঁশের অস্থায়ী খুঁটি। উপজেলার ভলাকুট ইউনিয়নের পূর্ব বালিখোলা গ্রামে এ দৃশ্য দেখা গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বড় ধরনের দুর্ঘটনার জন্য উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে পল্লী বিদ্যুৎ বলছে, এখানে পানির পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় বাঁশের অস্থায়ী টাওয়ার নির্মাণ করা হয়েছে। তবে পানি সরে গেলে খুঁটি স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ মে উপজেলার ভলাকুট ইউনিয়নের পূর্ব বালিখোলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাগালিয়া খালের শেষ প্রান্তে থাকা বিদ্যুৎ সংযোগের খুঁটিটি ঝড়ে ভেঙে যায়। এতে কিছুদিন বিদ্যুতের সঞ্চালন বন্ধও থাকে। এর পর বিদ্যুতের সংযোগ স্বাভাবিক করতে সেখানে নির্মাণ করা হয়েছে বাঁশের টাওয়ার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভরা বর্ষায় খাগালিয়া খাল দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের নৌকা চলাচল করে। বাঁশের সঙ্গে নৌকার ধাক্কায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বাঁশের এমন নড়বড়ে অবস্থার কারণে ঝুঁকিতে আছেন আশপাশের গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা রমিজ মিয়া বলেন, ‘আমরা এ খাল দিয়ে নৌকায় করে বিভিন্ন ধরনের মালামাল আনা-নেওয়া করি। ঝরে যদি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়, তবে এই বাঁশের টাওয়ারই কত দিন টিকবে। এখন একটু জোড়ে হাওয়া এলেই এই বাঁশের টাওয়ার ভেঙে যেতে পারে।’

বালিখোলা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ‘আমাদের এখানে বর্ষাকালে পানি বাড়লেই নৌকার ব্যবহার বেড়ে যায়। বাঁশকে খুঁটি হিসেবে ব্যবহার করার কারণে যেকোনো সময় নৌকার সঙ্গে বা অন্য কোনোভাবে ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাঁশ না দিয়ে খুঁটির ব্যবহার করলে ভালো হতো।’

এ বিষয়ে ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, ‘এভাবে বাঁশ দিয়ে খুঁটি দেওয়া ঝুঁকিপূর্ণ। এখান দিয়ে ভলাকুট, চাতলপাড় ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাধারণ মানুষ নৌকায় যাতায়াত করে। তাই অতি দ্রুত এখানে খুঁটি দেওয়া প্রয়োজন।’

উপজেলার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জসিম উদ্দিন জানান, ‘এখানে পানির পরিমাণ বেশি বেড়ে যাওয়ায় বাঁশের অস্থায়ী টাওয়ার নির্মাণ করা হয়েছে। তবে পানি সরে গেলে খুঁটি স্থাপন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত