Ajker Patrika

কুলাউড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১০: ৩৫
কুলাউড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুলাউড়ায় সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া (২২) হত্যা মামলার আসামি ছিদ্দেক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছিদ্দেক মিয়া (১৯) উপজেলার মনছড়া বস্তি এলাকার আব্দুল মালিকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিদ্দেকের অবস্থান শনাক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস কাপাসিয়া থানা–পুলিশের সহায়তায় ছিদ্দেককে গ্রেপ্তার করেন।

২১ জুলাই বিকেল ৩টার দিকে কর্মধা ইউনিয়নের মনছড়া বস্তি এলাকায় সুমন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হন। হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আনফর আলীকে গ্রেপ্তার করেন পুলিশ।

ওসি বলেন, সুমন হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আনফরকে ওই দিনই গ্রেপ্তার করা হয়। দ্বিতীয় অভিযুক্ত ছিদ্দেক পলাতক ছিল। বুধবার গাজীপুরের কাপাসিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত