Ajker Patrika

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ৪২
ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের সঙ্গে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে জেলা বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে ঘণ্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুরুতে বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের জেলা শাখার আহ্বায়ক ওয়াজেদ পারভেজ।

সমাবেশে বক্তারা বলেন, ‘বর্তমান ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাই তারা জনগণের দুর্ভোগ ও দুর্দশার কথা চিন্তা করে না। হঠাৎ করে লিটারপ্রতি তেলের দাম ১৫ টাকা কেন বাড়ানো হলো—সেটা আমরা প্রধানমন্ত্রীকেই প্রশ্ন করতে চাই। সাত থেকে আট বছরে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, তখন আমাদের দেশে দাম হ্রাস না করে দাম বৃদ্ধি করা হয়েছে। এতে বছরে ৪০-৫০ হাজার কোটি টাকা সরকার লাভ করে। সেই টাকা কোথায় গেল? চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে, মড়ার উপর খাঁড়ার ঘা অবস্থায় আছেন জনগণ।’ এ অবস্থায়, মানুষের জীবন যাপন করা কঠিন হয়ে পড়ছে বলে তাঁরা জানান। তাই অবিলম্বে সব পণ্যের দাম বৃদ্ধি নয়, দাম কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত