Ajker Patrika

ইট সরে গিয়ে সড়কে ছোট-বড় গর্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৪: ৫২
ইট সরে গিয়ে সড়কে ছোট-বড় গর্ত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য কেওয়ার ভূঁইয়াবাড়ি ও ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কেওয়ার সিকদারবাড়ির রাস্তায় বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে এই রাস্তা ব্যবহারকারী যাত্রী ও যানবাহন চালকদের।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে সড়ক দুটিতে ইটের সোলিং করা হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তা দুটি। ছয় বছর ধরে রাস্তা দুটিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। রাস্তায় বিছানো ইট সরে গিয়ে অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি যাতায়াতকারী বয়স্ক মানুষসহ শিক্ষার্থীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাস্তা দুটি ব্যবহার করে মধ্য কেওয়ার ভূঁইয়াবাড়ি, কাজীবাড়ি, খানবাড়ি এলাকার লোকজন যাতায়াত করেন। অন্যদিকে দক্ষিণ কেওয়ার গ্রামের ইটের রাস্তাটি দিয়ে সিকদারবাড়ি, হালদারবাড়ি, সরকারবাড়ি এবং সাতানিখিল গ্রামের একাংশের লোকজন নিয়মিত যাতায়াত করেন। যাতায়াতের একমাত্র এই রাস্তার বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছে তিন গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, মধ্য কেওয়ার ভূঁইয়াবাড়ি সড়কটিতে ইট মাঝখানে উঁচু আর দুই পাশে দেবে গেছে। রাস্তাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত আর সরু হওয়ার কারণে অটো, মিশুক ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না। অন্যদিকে দক্ষিণ কেওয়ার সিকদারবাড়ি সড়কটিতে ব্যাপক খানাখন্দ। রাস্তার ইট সরে গর্তের সৃষ্টি হয়েছে। তাই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহনচালক ও পথচারীরা।

এই পথে যাতায়াতকারী শিমুল বাশার জানান, ছয় বছর ধরে রাস্তা দুটির বেহাল দশা। রাস্তাটি দিয়ে আসা-যাওয়া করতে আমাদের অনেক বেগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার ইট সরে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

রবিন ভূঁইয়া বলেন, জরুরি রোগী পরিবহনের সময়ে সরু এই রাস্তায় চলাচল করতে অনেক বেগ পেতে হয়। শুধু তা-ই নয়, হেঁটে চলাচল করতেও কষ্ট হয়। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তিনি।

মহাকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বিরাজ বলেন, রাস্তা দুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শিগগিরই পরিদর্শন করে সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত