Ajker Patrika

‘জনগণের জীবনের নিরাপত্তা নাই’

খুলনা প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৫
‘জনগণের জীবনের নিরাপত্তা নাই’

‘এ দেশের জনগণের জীবনের নিরাপত্তা নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মহান বিজয় দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর পারহাউজ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন দলটির নেতারা।

এ সময় বক্তারা আরও বলেন, ১৯৭১ সালের হাজারো মা-বোনের ইজ্জত ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরে এসেও আমরা দেখছি মা-বোনদের নিরাপত্তা নাই। ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের বাড়ি গিয়ে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। স্বাধীন বাংলাদেশে এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সহসভাপতি মুফতি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলামসহ আরও অনেকে।।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত