বাপ্পী শাহরিয়ার, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর ছড়াখালের মাঝখানে বাঁধ দিয়ে প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বালু পরিবহনে যান চলাচলের জন্য রাস্তা তৈরি করতে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। খুটাখালী-২ ও ৩ বালুমহালের ইজারাদাররা এটি করেছেন।
সরেজমিন দেখা গেছে, খুটাখালী ইউনিয়নের ছড়িবিল এলাকায় এই রাস্তা তৈরি করা হয়েছে। দুজন শ্রমিক রাস্তার ওপর বালু দিয়ে সংস্কার করছেন। পাশেই একটি টঙ ঘরে ইজারাদারের লোকজন বালু পরিবহনের ট্রাকগুলো দেখাশোনা করছেন।
এতে ছড়াখালটির একপাশ শুকিয়ে শুষ্ক মৌসুমে খালের স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলেছে। ছড়াখালের বিভিন্ন অংশ শুকিয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
স্থানীয় কয়েকজন নারী-পুরুষ অভিযোগ করে বলেন, প্রতিবছর ইজারাদার খালের ওপর বালু ফেলে ভরাট করেন। বালুমহালের সীমানা ছাড়াও সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু তুলে ইজারাদাররা তাঁদের নির্ধারিত স্থানে বালু মজুত করে। সেখান থেকে সারা দেশে বালু সরবরাহ করা হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করার পরও ইজারাদার রাস্তা অপসারণ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ছড়াখালটির পানি তিন গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে ব্যবহার করছে। খালের ওপর বালু দিয়ে রাস্তা নির্মাণের ফলে খালের পানি ঘোলা হয়ে গেছে। এ কারণে পানি ব্যবহারের উপযোগীতা নষ্ট হচ্ছে। এ ছাড়া ছোটবড় ট্রাক চলাচলের কারণে ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
বন বিভাগ বলছে, খুটাখালীর ছড়াখাল ইজারা নিলেও তাঁরা বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের ছড়িবিলের আশপাশ, গোদারফাঁড়ি, নওরফাঁড়ি, হরিণছড়ি, মধুরশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন। বালুমহালের ইজারাদার শর্ত ভেঙে সংরক্ষিত বনের ভেতর থেকে বালু উত্তোলন করছেন।
খুটাখালী-২ বালুমহালের ইজারাদার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একা খালটি ইজারা নেইনি। আমার নামে খুটাখালী-২ বালুমহাল এবং খুটাখালী-৩ বালুমহাল মোহাম্মদ সাদেকের নামে ইজারা হলেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন চৌধুরীসহ অনেকেরই শেয়ার রয়েছে।’ তবে তিনি খুটাখালী খালের ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে পরে কথা বলবেন বলে তিনি ফোন কেটে দেন।
ফুলছড়ি বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ বাবুল বলেন, ‘ইজারাদাররা সংরক্ষিত বনের ভেতর থেকে বালু নিয়ে যাচ্ছে সেটা ঠিক। এ ঘটনায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। বনের ভেতর থেকে বালু সংগ্রহ করার অপরাধে তাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কাছে বালুমহাল ইজারা বন্ধ করার জন্য লিখিতভাবে আবেদন করা হয়েছে।’
ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘এখানে নতুন যোগদান করেছি। খালের ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর ছড়াখালের মাঝখানে বাঁধ দিয়ে প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বালু পরিবহনে যান চলাচলের জন্য রাস্তা তৈরি করতে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। খুটাখালী-২ ও ৩ বালুমহালের ইজারাদাররা এটি করেছেন।
সরেজমিন দেখা গেছে, খুটাখালী ইউনিয়নের ছড়িবিল এলাকায় এই রাস্তা তৈরি করা হয়েছে। দুজন শ্রমিক রাস্তার ওপর বালু দিয়ে সংস্কার করছেন। পাশেই একটি টঙ ঘরে ইজারাদারের লোকজন বালু পরিবহনের ট্রাকগুলো দেখাশোনা করছেন।
এতে ছড়াখালটির একপাশ শুকিয়ে শুষ্ক মৌসুমে খালের স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলেছে। ছড়াখালের বিভিন্ন অংশ শুকিয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
স্থানীয় কয়েকজন নারী-পুরুষ অভিযোগ করে বলেন, প্রতিবছর ইজারাদার খালের ওপর বালু ফেলে ভরাট করেন। বালুমহালের সীমানা ছাড়াও সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালু তুলে ইজারাদাররা তাঁদের নির্ধারিত স্থানে বালু মজুত করে। সেখান থেকে সারা দেশে বালু সরবরাহ করা হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করার পরও ইজারাদার রাস্তা অপসারণ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন যুবক অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ছড়াখালটির পানি তিন গ্রামের মানুষ শুষ্ক মৌসুমে ব্যবহার করছে। খালের ওপর বালু দিয়ে রাস্তা নির্মাণের ফলে খালের পানি ঘোলা হয়ে গেছে। এ কারণে পানি ব্যবহারের উপযোগীতা নষ্ট হচ্ছে। এ ছাড়া ছোটবড় ট্রাক চলাচলের কারণে ধুলাবালিতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
বন বিভাগ বলছে, খুটাখালীর ছড়াখাল ইজারা নিলেও তাঁরা বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের ছড়িবিলের আশপাশ, গোদারফাঁড়ি, নওরফাঁড়ি, হরিণছড়ি, মধুরশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন। বালুমহালের ইজারাদার শর্ত ভেঙে সংরক্ষিত বনের ভেতর থেকে বালু উত্তোলন করছেন।
খুটাখালী-২ বালুমহালের ইজারাদার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি একা খালটি ইজারা নেইনি। আমার নামে খুটাখালী-২ বালুমহাল এবং খুটাখালী-৩ বালুমহাল মোহাম্মদ সাদেকের নামে ইজারা হলেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন চৌধুরীসহ অনেকেরই শেয়ার রয়েছে।’ তবে তিনি খুটাখালী খালের ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে জানতে চাইলে পরে কথা বলবেন বলে তিনি ফোন কেটে দেন।
ফুলছড়ি বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ বাবুল বলেন, ‘ইজারাদাররা সংরক্ষিত বনের ভেতর থেকে বালু নিয়ে যাচ্ছে সেটা ঠিক। এ ঘটনায় একাধিকবার অভিযান চালানো হয়েছে। বনের ভেতর থেকে বালু সংগ্রহ করার অপরাধে তাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের কাছে বালুমহাল ইজারা বন্ধ করার জন্য লিখিতভাবে আবেদন করা হয়েছে।’
ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘এখানে নতুন যোগদান করেছি। খালের ওপর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫