Ajker Patrika

মিথিলার সাহসী চরিত্র ‘বহ্নি’

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১২: ১৭
মিথিলার সাহসী চরিত্র ‘বহ্নি’

এই প্রথম ভারতীয় বাংলা সিরিজে। এই প্রথম সাহসী চরিত্রে মিথিলা। হইচইয়ের আলোচিত ‘মন্টু পাইলট ২’ সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি প্রকাশের আগেই ‘বহ্নি’ চরিত্রের মিথিলাকে নিয়ে বেশ আলোচনা ওপার বাংলায়। যৌনকর্মীদের নিয়ে তৈরি গল্পে যৌনতা, গালিগালাজে ভরপুর ছিল প্রথম সিজন। এমন সিরিজে অভিনয় করতে কেন রাজি হয়েছেন? মিথিলা বলেন, ‘গল্প শোনার পর এক মুহূর্তের জন্য কোনো দ্বিধা, জড়তা কাজ করেনি। কারণ, এটা সমাজের এমন একটা অবহেলিত গোষ্ঠীর গল্প, যাঁদের প্রতি মুহূর্তে আমরা সমাজচ্যুত করার চেষ্টা করি। অস্বীকার করি। আমরা মানি বা না মানি যৌনকর্মীরা এই সমাজেরই অংশ। প্রতিটি পেশার মানুষের মতো তাঁদেরও অবদান আছে সমাজে।’

‘মন্টু পাইলট’ সিরিজের প্রথম সিজন দেখেছেন মিথিলা। বিতর্কিত কিছু আছে বলে মনে হয়নি তাঁর। মিথিলার কথায়, ‘সিরিজটি আলোচিত হতে পারে। কিন্তু সমালোচিত বা বিতর্কিত হওয়ার মতো কিছু আমার চোখে পড়েনি। যৌনকর্মীদের জীবন, যন্ত্রণা, লড়াই—সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত। যা দেখানো উচিত, তা-ই দেখানো হয়েছে।’

‘মন্টু পাইলট ২’ সিরিজে মিথিলার লুক

সমালোচিত বা বিতর্কিত হওয়ার মতো কিছু আমার চোখে পড়েনি। যৌনকর্মীদের জীবন, যন্ত্রণা, লড়াই—সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত। যা দেখানো উচিত, তা-ই দেখানো হয়েছে।

‘মন্টু পাইলট ২’-এর ‘বহ্নি’ চরিত্রটা কেমন? মিথিলা জানান, শুরুতে বহ্নি ধনী বাবার আদুরে মেয়ে। যে ঘটনাচক্রে যৌনপল্লীতে চলে আসে। এখানে এসে সে নিজেকে যেন নতুন করে চিনতে পারে। নিজের জীবনের সব কঠিন সিদ্ধান্ত আস্তে আস্তে নিজেই নিতে শেখে। এক সময় মানবী বহ্নি নারীশক্তিতে বলীয়ান হয়ে অতি মানবীতে পরিণত হয়। মিথিলার চরিত্রের দুটো স্তর। বহ্নি আর পরি। বহ্নি আস্তে আস্তে কীভাবে নিজের উত্তরণ ঘটিয়ে পরি হয়ে উঠবে সেটাই দেখানো হবে ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনে।

মিথিলাকে কি এ সিরিজে কোনো সাহসী দৃশ্যে দেখা যাবে? মিথিলার উত্তর, ‘আমি ঠিক জানি না, তথাকথিত ‘সাহসী’ কাকে বলে! চরিত্রের খাতিরে যেটা আমায় করতে হবে, সেটাই করব। খোলামেলা পোশাক আর চুম্বন দৃশ্যে অভিনয় মানেই কিন্তু সাহসী নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত