Ajker Patrika

কাউন্সিলরের বিরুদ্ধে মেয়রের কাছে ব্যবসায়ীর অভিযোগ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১০: ১৮
কাউন্সিলরের বিরুদ্ধে মেয়রের কাছে ব্যবসায়ীর অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক কাউন্সিলরের বিরুদ্ধে। এ ব্যাপারে ১৩ ডিসেম্বর সোনারগাঁ পৌর মেয়র বরাবর লিখিত অভিযোগ করেন এক ব্যবসায়ী।

ব্যবসায়ী দিলীপ চন্দ্র দাস জানান, সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল গত ১১ ডিসেম্বর আদমপুর বাজারে তাঁর খাবার হোটেলে গিয়ে ইউএনও কথা বলবেন বলে মোবাইল ফোন ধরিয়ে দেন। অপর প্রান্ত থেকে ইউএনওর পরিচয় দিয়ে দিলীপ চন্দ্র দাসের মোবাইল নম্বর চাইলে তিনি নম্বর দেন। পরে অন্য একটি নম্বর থেকে ইউএনও পরিচয়ে ওই ব্যবসায়ীর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল জরিমানার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। এরপর ১০ হাজার টাকা দিতে রাজি হন দিলীপ। অপর প্রান্ত থেকে একটি বিকাশ নম্বর দিলে ওই নম্বরে তা পাঠিয়ে দেন। পরে দিলীপ জানতে পারেন ইউএনও ওই দিনই বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। নম্বরটি কাউন্সিলর শাহজালালের।

সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি ফৌজদারি কার্যবিধির হওয়ায় সোনারগাঁ থানার ওসির কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অভিযোগের অনুলিপি ইউএনওর কাছে পাঠানো হয়েছে।’

অভিযুক্ত কাউন্সিলর শাহজালাল বলেন, ‘আমি প্রতারণার শিকার হয়েছি। আমাকে প্রথমে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে ব্যবসায়ী দিলীপকে চাইলে আমি তাঁকে ফোন ধরিয়ে দিই। এরপর কী হয়েছে জানি না।’

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘কাউন্সিলর শাহজালালের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মুস্তাফা মুন্না অভিযোগ পাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি গুরুত্বসহ তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত