Ajker Patrika

বৃদ্ধার বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২১: ১৩
বৃদ্ধার বাড়িতে খাবার পৌঁছে দিলেন ইউএনও

মেহেরপুরের গাংনীতে এক অসহায় বৃদ্ধার বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। গত বুধবার বিকেলে ইউএনও তাঁর নাজিরকে দিয়ে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের অসহায় বৃদ্ধা আছিয়া খাতুনের (৭০) বাড়ি খাবার পৌঁছে দেন। আছিয়া খাতুন ওই গ্রামের স্কুলপাড়ার মৃত কলিম উদ্দিনের স্ত্রী।

গত মঙ্গলবার সহায়-সম্বলহীন এক বৃদ্ধা আছিয়া খাতুন সম্পর্কে জানতে পারেন মৌসুমী খানম। বয়স বেশি হলেও বেঁচে থাকার জন্য ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন বৃদ্ধা। তাঁকে দেখাশোনা করার মতো কেউ নেই। একমাত্র মেয়েটি বিয়ে হয়ে গেছে। তিনি পান না কোনো সরকারি সুযোগ-সুবিধাও। দুমুঠো ভাতের জন্য প্রতিদিন সকালে তাঁকে বের হতে হয় বিভিন্ন গ্রামে।

বৃদ্ধার কথা শুনে ইউএনও ওই বৃদ্ধার বাসস্থান নিজ চোখে দেখবেন বলে আশা ব্যক্ত করেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি। কিন্তু তার পরেও তাঁর নাজিরকে দিয়ে ওই বৃদ্ধার বাড়িতে খাদ্যসহায়তা পাঠিয়ে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত