নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন (ইসি) গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই ধাপে এক হাজার ৭টি ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানান। ভোট হবে ২৮ নভেম্বর। কমিশন বলছে, ভোটে সংঘাতের কোনো শঙ্কা আগের মতো নেই।
এর আগে গতকাল সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার সভাপতিত্বে ইসির সভা অনুষ্ঠিত হয়। তারপর ইসি সচিব ওই সভার বিস্তারিত তুলে ধরেন। হুমায়ুন কবীর খোন্দকার জানান, ২৮ নভেম্বর একই দিন ১০টি পৌরসভার ভোটও অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় ভোটের জন্য ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। ১০টি পৌরসভায় মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এ ক্ষেত্রে ২৮ নভেম্বর ভোটে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এই ভোটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের কোনো আলোচনা হয়নি। তবে তাঁরা মনে করেন, ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না।
করোনার কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ শেষ হয় দুই দফায়। মাত্র ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণের সময় সহিংসতায় ছয়জনের প্রাণহানি ঘটে। আহত হন অনেকে। বিশেষ করে শেষ ২০ সেপ্টেম্বরের ১৬০ ইউপিতে ভোটের দিন ও আগের রাত মিলিয়ে সংঘর্ষে মারা যান তিনজন। এই সহিংসতাকে অবশ্য প্রার্থী ও সমর্থকদের ‘আবেগের কারণ’ বলে আখ্যা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি। তবে দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনী সংঘাতের অন্যতম কারণ ছিল ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীদের ভোটে অংশ নেওয়া। সেই একই শঙ্কা রয়েছে ইউপির পরবর্তী ধাপের নির্বাচনগুলোতেও। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোট। অন্য দল থেকে এসে নৌকার টিকিট পাওয়ায় আওয়ামী লীগের তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও দেখা যেতে পারে একঝাঁক মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী। এ নিয়ে এখনই উত্তাপ ছড়াচ্ছে সর্বত্র।
এদিকে রাতের ভোট ও নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে অপর এক প্রশ্নে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, সর্বশেষ নির্বাচনও চমৎকার হয়েছে। আশা করি এমন কোনো ঘটনা ঘটবে না।
চলতি বছরের মধ্যেই ইউপি নির্বাচন শেষ করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশের তিন হাজার ৭০০-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী রয়েছে। তবে কতটি ধাপে ভোট শেষ করা হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশনের পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।
নির্বাচন কমিশন (ইসি) গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই ধাপে এক হাজার ৭টি ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানান। ভোট হবে ২৮ নভেম্বর। কমিশন বলছে, ভোটে সংঘাতের কোনো শঙ্কা আগের মতো নেই।
এর আগে গতকাল সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার সভাপতিত্বে ইসির সভা অনুষ্ঠিত হয়। তারপর ইসি সচিব ওই সভার বিস্তারিত তুলে ধরেন। হুমায়ুন কবীর খোন্দকার জানান, ২৮ নভেম্বর একই দিন ১০টি পৌরসভার ভোটও অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় ভোটের জন্য ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। ১০টি পৌরসভায় মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এসএসসি ও এইচএসসির সময়সূচি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এ ক্ষেত্রে ২৮ নভেম্বর ভোটে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এই ভোটের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাঁদের কোনো আলোচনা হয়নি। তবে তাঁরা মনে করেন, ২৮ নভেম্বর ভোট অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না।
করোনার কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ শেষ হয় দুই দফায়। মাত্র ৩৬৪টি ইউপিতে ভোটগ্রহণের সময় সহিংসতায় ছয়জনের প্রাণহানি ঘটে। আহত হন অনেকে। বিশেষ করে শেষ ২০ সেপ্টেম্বরের ১৬০ ইউপিতে ভোটের দিন ও আগের রাত মিলিয়ে সংঘর্ষে মারা যান তিনজন। এই সহিংসতাকে অবশ্য প্রার্থী ও সমর্থকদের ‘আবেগের কারণ’ বলে আখ্যা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি। তবে দেশের বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনী সংঘাতের অন্যতম কারণ ছিল ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীদের ভোটে অংশ নেওয়া। সেই একই শঙ্কা রয়েছে ইউপির পরবর্তী ধাপের নির্বাচনগুলোতেও। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ভোট। অন্য দল থেকে এসে নৌকার টিকিট পাওয়ায় আওয়ামী লীগের তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও দেখা যেতে পারে একঝাঁক মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থী। এ নিয়ে এখনই উত্তাপ ছড়াচ্ছে সর্বত্র।
এদিকে রাতের ভোট ও নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে অপর এক প্রশ্নে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, সর্বশেষ নির্বাচনও চমৎকার হয়েছে। আশা করি এমন কোনো ঘটনা ঘটবে না।
চলতি বছরের মধ্যেই ইউপি নির্বাচন শেষ করা হবে উল্লেখ করে ইসি সচিব বলেন, দেশের তিন হাজার ৭০০-এর মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী রয়েছে। তবে কতটি ধাপে ভোট শেষ করা হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কমিশনের পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫