কবির হোসেন, তিতাস
তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। এতে সরু হয়ে গেছে সড়ক। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যান। সরু সড়কেও আগের মতো দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাচ্ছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার।
সড়কটি গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর স্টেশন থেকে শাহপুর, লালপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহিদনগর স্টেশন পর্যন্ত গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা।
এ ছাড়া দাউদকান্দির গৌরীপুর বাজারে যানজটের সৃষ্টি হলে সড়কটি ব্যবহার করে হোমনা ও বাঞ্ছারামপুর এলাকার ঢাকামুখী যানবাহন। এতে ব্যস্ত সড়কটি দিয়ে চলাচল করতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন শিবপুর, শাহপুর ও লালপুর গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষার পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে সড়কের শাহপুর অংশের মাটি ধসে পাশের জলাশয়ে পড়ছে। এলাকাবাসীর ধারণা, বৃষ্টির কারণে সড়কের মাটি নরম হয়ে গেছে। এ কারণে এ ধস।
এ ছাড়া সড়কটিতে ইট, বালু ও অন্যান্য মালবাহী ভারী যান চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
লালপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘শাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে লালপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা খারাপ। সড়কটি আমাদের একমাত্র ভরসা। এ দিয়েই গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন অফিস, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর বাজারে যেতে হয়।’ শিগগির সড়কটি মেরামতের দাবি জানান তিনি।
শাহপুর গ্রামের স্বপন মিয়া বলেন, এ বছর অতিবৃষ্টি হয়েছে। এখন বর্ষার পানি কমতে শুরু করায় সড়কের অনেক স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে অসুবিধা হচ্ছে।
শিবপুর গ্রামের ফজলুল হক বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শিগগির মেরামতের ব্যবস্থা করা প্রয়োজন।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার বলেন, ‘বর্ষার পানি ও অতিবৃষ্টির কারণে সড়কের মাটি নরম হয়ে গেছে। এতে মালবাহী যান চলাচল করতে গিয়ে সড়কে ধস দেখা দিচ্ছে। সড়কের যেসব স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে, তা মেরামত করতে উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ‘সড়কটির কিছু অংশে ধসের খবর জেনেছি। মেরামত করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলেছি।’
তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। এতে সরু হয়ে গেছে সড়ক। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যান। সরু সড়কেও আগের মতো দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাচ্ছে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনার।
সড়কটি গৌরীপুর-হোমনা সড়কের শিবপুর স্টেশন থেকে শাহপুর, লালপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির শহিদনগর স্টেশন পর্যন্ত গেছে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে কয়েক শ সিএনজিচালিত অটোরিকশা।
এ ছাড়া দাউদকান্দির গৌরীপুর বাজারে যানজটের সৃষ্টি হলে সড়কটি ব্যবহার করে হোমনা ও বাঞ্ছারামপুর এলাকার ঢাকামুখী যানবাহন। এতে ব্যস্ত সড়কটি দিয়ে চলাচল করতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকেন শিবপুর, শাহপুর ও লালপুর গ্রামের মানুষ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষার পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে সড়কের শাহপুর অংশের মাটি ধসে পাশের জলাশয়ে পড়ছে। এলাকাবাসীর ধারণা, বৃষ্টির কারণে সড়কের মাটি নরম হয়ে গেছে। এ কারণে এ ধস।
এ ছাড়া সড়কটিতে ইট, বালু ও অন্যান্য মালবাহী ভারী যান চলাচল করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
লালপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘শাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির সামনে থেকে লালপুর বাজার পর্যন্ত সড়কের অবস্থা খারাপ। সড়কটি আমাদের একমাত্র ভরসা। এ দিয়েই গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন অফিস, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও গৌরীপুর বাজারে যেতে হয়।’ শিগগির সড়কটি মেরামতের দাবি জানান তিনি।
শাহপুর গ্রামের স্বপন মিয়া বলেন, এ বছর অতিবৃষ্টি হয়েছে। এখন বর্ষার পানি কমতে শুরু করায় সড়কের অনেক স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে অসুবিধা হচ্ছে।
শিবপুর গ্রামের ফজলুল হক বলেন, ‘সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শিগগির মেরামতের ব্যবস্থা করা প্রয়োজন।’
মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মিয়া সরকার বলেন, ‘বর্ষার পানি ও অতিবৃষ্টির কারণে সড়কের মাটি নরম হয়ে গেছে। এতে মালবাহী যান চলাচল করতে গিয়ে সড়কে ধস দেখা দিচ্ছে। সড়কের যেসব স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে, তা মেরামত করতে উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি।’
উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ‘সড়কটির কিছু অংশে ধসের খবর জেনেছি। মেরামত করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলেছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫