Ajker Patrika

প্রবাসী স্বামীর মরদেহ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৩: ৫৮
প্রবাসী স্বামীর মরদেহ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকারা গ্রামের আবদুল কাইয়ুম (৫৫) মালয়েশিয়ার একটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শনিবার দুপুর ১২টায় অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম মারা যান। তাঁর মরদেহ মালয়েশিয়ার একটি হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহ দেশে ফেরত আনতে হলে লাখ টাকার প্রয়োজন। সে অর্থ তাঁর পরিবারের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। স্বামীর মরদেহ দেশে আনতে স্ত্রী মনোয়ারা বেগম দেশ-বিদেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। কাইয়ুমের স্ত্রী ও দুই মেয়েসন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, কাইয়ুম কুয়ালালামপুর দামানসারা উতমা এলাকায় বসবাস করতেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদরের মালয়েশিয়াপ্রবাসী মো. রাসেল শিকদার।

এ নিয়ে মো. রাসেল শিকদার জানিয়েছেন, গত শনিবার দুপুরে কাইয়ুমের হার্ট অ্যাটাকের খবর পান। এরপর বাসায় গিয়ে তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মালয়েশিয়ায় কোনো নিকটাত্মীয় না থাকায় যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এগিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন ও মালয়েশিয়াপ্রবাসীরা।

মনোয়ারা বেগম বলেন, স্বামীর মৃত্যুতে তিনি খুবই অসহায় হয়ে পড়েছেন। ১২-১৩ বছর প্রবাসে থেকেও নিজের থাকার বাড়িটিও করতে পারেননি। এখন দুই মেয়ে নিয়ে তিনি কোথায় যাবেন, কী করবেন জানেন না।

এ বিষয়ে মালয়েশিয়ার ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল ইসলাম বাবুল বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যসহ প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। কাইয়ুমের মরদেহ দেশে পাঠাতে ১ লাখ টাকার প্রয়োজন। তা ছাড়া তাঁর পরিবারের চলার মতো কিছু অর্থ সহযোগিতা করা প্রয়োজন। আমরা টাকা সংগ্রহ শুরু করেছি। কোনো হৃদয়বান ব্যক্তি আর্থিক সাহায্য করতে চাইলে যোগাযোগ করার অনুরোধ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

টাকা চুরি করতে দেখে ফেলায় দুই খালাকে হত্যা করে কিশোর: ডিবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত