সূর্য ওঠার আগেই বিভিন্ন বয়সী দিনমজুর জড়ো হন গাজীপুরের শ্রীপুর পৌরসভা মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে। শীত উপেক্ষা করে পরিবারের মুখে খাবার তুলে দিতে কাজের খোঁজে এখানে আসেন তাঁরা। আর এখান থেকে তাঁদের কিনে অর্থাৎ পারিশ্রমিক মিটিয়ে নিয়ে যাওয়া হয়। কৃষিকাজ, ইটভাঙা, মাটিকাটাসহ নানা কাজের জন্য তাঁদের নেওয়া হয়।
দিনাজপুর থেকে আসা দিনমজুর আইয়ুব আলী গতকাল বুধবার বলেন, তিন দিন হলো ধান কাটার জন্য ১০ সদস্যের একটি দল নিয়ে গ্রাম থেকে এসেছেন। বুধবার ভোররাতে এখানে এসেছেন।
আইয়ুব আলী বলেন, ‘শ্রমিকদের মূল্য বর্তমানে আগের মতো নেই।’ দিনমজুরদের ভালো খাবারও দিতে চায় না। তবে আগের দিনের রেওয়াজ এখনো কোনো কোনো বাড়িতে চালু আছে।
রংপুর থেকে আসা আলতাফ হোসেন বলেন, ‘সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাড়িতে কাজ করি। তুলনামূলক ভাবে তেমন সম্মান পাওয়া যায় না।’
নেত্রকোনা থেকে আসা আসমা খাতুন বলেন, পুরুষের পাশাপাশি আমরা নারী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। তুলনামূলকভাবে পুরুষ শ্রমিকদের তুলনায় ন্যায্য মজুরি পাওয়া যায় না।
ধান কাটার শ্রমিক নিতে আসা কৃষক আল আমিন বলেন, ‘তিন বিঘার জমি ধান কাটার জন্য শ্রমিক নিতে এসেছি। চারজন শ্রমিক নিতে দর-কষাকষি করছি।’
মাটিকাটা শ্রমিক নিতে আসা আশরাফুল আলম বলেন, ‘পুকুর খননের জন্য শ্রমিক নিতে এসেছি। ১০ জন শ্রমিক নেব। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকও নেব। পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের মজুরি কম দেওয়া যায়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে বিত্তশালীদের আরও মানবিক হওয়া উচিত।
সূর্য ওঠার আগেই বিভিন্ন বয়সী দিনমজুর জড়ো হন গাজীপুরের শ্রীপুর পৌরসভা মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে। শীত উপেক্ষা করে পরিবারের মুখে খাবার তুলে দিতে কাজের খোঁজে এখানে আসেন তাঁরা। আর এখান থেকে তাঁদের কিনে অর্থাৎ পারিশ্রমিক মিটিয়ে নিয়ে যাওয়া হয়। কৃষিকাজ, ইটভাঙা, মাটিকাটাসহ নানা কাজের জন্য তাঁদের নেওয়া হয়।
দিনাজপুর থেকে আসা দিনমজুর আইয়ুব আলী গতকাল বুধবার বলেন, তিন দিন হলো ধান কাটার জন্য ১০ সদস্যের একটি দল নিয়ে গ্রাম থেকে এসেছেন। বুধবার ভোররাতে এখানে এসেছেন।
আইয়ুব আলী বলেন, ‘শ্রমিকদের মূল্য বর্তমানে আগের মতো নেই।’ দিনমজুরদের ভালো খাবারও দিতে চায় না। তবে আগের দিনের রেওয়াজ এখনো কোনো কোনো বাড়িতে চালু আছে।
রংপুর থেকে আসা আলতাফ হোসেন বলেন, ‘সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে মানুষের বাড়িতে কাজ করি। তুলনামূলক ভাবে তেমন সম্মান পাওয়া যায় না।’
নেত্রকোনা থেকে আসা আসমা খাতুন বলেন, পুরুষের পাশাপাশি আমরা নারী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। তুলনামূলকভাবে পুরুষ শ্রমিকদের তুলনায় ন্যায্য মজুরি পাওয়া যায় না।
ধান কাটার শ্রমিক নিতে আসা কৃষক আল আমিন বলেন, ‘তিন বিঘার জমি ধান কাটার জন্য শ্রমিক নিতে এসেছি। চারজন শ্রমিক নিতে দর-কষাকষি করছি।’
মাটিকাটা শ্রমিক নিতে আসা আশরাফুল আলম বলেন, ‘পুকুর খননের জন্য শ্রমিক নিতে এসেছি। ১০ জন শ্রমিক নেব। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকও নেব। পুরুষ শ্রমিকের চেয়ে নারী শ্রমিকের মজুরি কম দেওয়া যায়।’
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে বিত্তশালীদের আরও মানবিক হওয়া উচিত।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫