Ajker Patrika

‘তৃণমূলকে নিয়ে সরকারের পতন ঘটাতে হবে’

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ০২
‘তৃণমূলকে নিয়ে সরকারের পতন ঘটাতে হবে’

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নব্বইয়ের মতো আরেকটা গণ-অভ্যুত্থান আসন্ন। দল পুনর্গঠনের মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।

গতকাল রোববার সকাল ১০টায় খুলনার কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। খুলনা বিভাগের সাত জেলার সাংগঠনিক সভার সভাপতি হিসেবে তিনি এ বক্তব্য দেন।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ৮টি বিভাগে সাংগঠনিক টিমের অধীনে দলকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই মহানগর, সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

সভায় কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমানে বাংলাদেশের সব সংকট থেকে দেশবাসীকে মুক্ত করতে পারে একমাত্র বিএনপি। এ জন্য তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, অর্থনীতিকে ধ্বংস করেছে। শেখ হাসিনা সরকারকে কোনো মতেই আর সময় দেওয়া যাবে না।

সভায় যশোর জেলার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, চুয়াডাঙ্গা জেলার যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বুলা, মাগুরা জেলার আহ্বায়ক আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, হাসান ইমাম মুনা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, মিঠুন রায় চৌধুরী, সদস্যসচিব মো. আখতার হোসেন, ঝিনাইদহ জেলার আহ্বায়ক এস এম মশিউর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট এম এ মজিদ, বাগেরহাট জেলার আহ্বায়ক আকরাম হোসেন তালিম, সদস্যসচিব মোজাফফর হোসেন, সাতক্ষীরা জেলার আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলম, সদস্যসচিব আব্দুল আলিম, নড়াইল জেলার সভাপতি বিশ্বাস জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

এর আগে সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় ভবিষ্যৎ কর্মপন্থার সূচিপত্র তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্য দিয়ে খুলনা বিভাগের বিএনপির সব কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত