নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। ৮৩৪টি ইউপিতে গতকাল বৃহস্পতিবার দিনভর সহিংসতায় মারা গেছেন অন্তত ৭ জন। তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, সংঘর্ষে মারা যাওয়ার ঘটনাগুলো ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে।
ভোট গ্রহণ শেষে ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের মধ্যেই সংঘর্ষ বাধে। তিনি বলেন, গতকালের ভোটে অন্তত ১০টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা। পরে এসব কেন্দ্রের ভোট নেওয়া হবে।
ইসি সচিবের দাবি, সারা দেশে কয়েকটি জায়গায় সংঘর্ষ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, যে ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে সেখানকার সব জেলায় ইসি খবর নিয়েছে। ইসি জানতে পেরেছে ভোট খুব সুন্দর হয়েছে, উৎসবমুখর হয়েছে।
ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ ঘটলে সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৮৪ জন মানুষ মারা গেছেন। কিন্তু আজ (গতকাল) ছয়জন মারা গেছেন। সেটি নিঃসন্দেহে কমিশনের জন্য দুঃখজনক ব্যাপার। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তারা যেভাবে ফোর্স চেয়েছেন সেভাবে দেওয়া হয়েছে। সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার এবং নির্বাচনী কর্মকর্তা—সবাই অত্যন্ত তৎপর ছিলেন। তাঁরা চেষ্টা করেছেন ভালো কাজ করার। সে কারণে ভোট সুষ্ঠু হয়েছে।
ইসি সচিব মনে করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘরে ঘরে প্রতিযোগিতা হয়, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। একটি পাড়া আরেকটি পাড়ার ওপর প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব বিস্তার করার একটি প্রতিযোগিতা নির্বাচনে থাকে। যাঁরা প্রার্থী তাঁরা কিন্তু অতি আবেগপ্রবণ হয়ে যান বিজয়ের জন্য। এসব কারণেই কিন্তু এই নির্বাচনে সহিংসতা হয়ে থাকে।
কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, এ পর্যন্ত যে তথ্য তাঁরা পেয়েছেন তাতে ৬৫-৭০ শতাংশ ভোট পড়েছে।
সারা দেশে ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। ৮৩৪টি ইউপিতে গতকাল বৃহস্পতিবার দিনভর সহিংসতায় মারা গেছেন অন্তত ৭ জন। তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, সংঘর্ষে মারা যাওয়ার ঘটনাগুলো ভোটকেন্দ্রের বাইরে ঘটেছে।
ভোট গ্রহণ শেষে ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের মধ্যেই সংঘর্ষ বাধে। তিনি বলেন, গতকালের ভোটে অন্তত ১০টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা। পরে এসব কেন্দ্রের ভোট নেওয়া হবে।
ইসি সচিবের দাবি, সারা দেশে কয়েকটি জায়গায় সংঘর্ষ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, যে ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে সেখানকার সব জেলায় ইসি খবর নিয়েছে। ইসি জানতে পেরেছে ভোট খুব সুন্দর হয়েছে, উৎসবমুখর হয়েছে।
ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ ঘটলে সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৮৪ জন মানুষ মারা গেছেন। কিন্তু আজ (গতকাল) ছয়জন মারা গেছেন। সেটি নিঃসন্দেহে কমিশনের জন্য দুঃখজনক ব্যাপার। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তারা যেভাবে ফোর্স চেয়েছেন সেভাবে দেওয়া হয়েছে। সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার এবং নির্বাচনী কর্মকর্তা—সবাই অত্যন্ত তৎপর ছিলেন। তাঁরা চেষ্টা করেছেন ভালো কাজ করার। সে কারণে ভোট সুষ্ঠু হয়েছে।
ইসি সচিব মনে করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘরে ঘরে প্রতিযোগিতা হয়, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। একটি পাড়া আরেকটি পাড়ার ওপর প্রভাব বিস্তার করতে চায়। এই প্রভাব বিস্তার করার একটি প্রতিযোগিতা নির্বাচনে থাকে। যাঁরা প্রার্থী তাঁরা কিন্তু অতি আবেগপ্রবণ হয়ে যান বিজয়ের জন্য। এসব কারণেই কিন্তু এই নির্বাচনে সহিংসতা হয়ে থাকে।
কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, এ পর্যন্ত যে তথ্য তাঁরা পেয়েছেন তাতে ৬৫-৭০ শতাংশ ভোট পড়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫