Ajker Patrika

নিখোঁজ তরুণ রায়পুরে উদ্ধার

ওসমানীনগর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১১: ৩৭
নিখোঁজ তরুণ রায়পুরে উদ্ধার

ওসমানীনগর থেকে নিখোঁজের চার দিন পর মাহবুবুর রহমান মামুন (২১) নামে এক তরুণকে লক্ষ্মীপুরের রায়পুরে উদ্ধার করেছে পুলিশ। মামুন সিলেটের বালাগঞ্জ উপজেলার রূপাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ওসমানীনগরের গোয়ালাবাজারে একটি বেকারিতে চাকরি করতেন।

জানা গেছে, মামুন গত ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে বেকারি থেকে বিস্কুট নিয়ে প্রতিদিনের মতো বিক্রির জন্য বের হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বেকারিতে ফিরে না আসায় ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বেকারি কর্তৃপক্ষ বিষয়টি মামুনের পরিবারকে অবহিত করে। পরবর্তীতে মামুনের বাবা এ বিষয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নামে। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিখোঁজ মামুন লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থান করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওসমানীনগর থানার উপপরিদর্শক মলাই মিয়ার নেতৃত্বে একটি দল লক্ষ্মীপুরে গিয়ে রায়পুর থানা–পুলিশের সহায়তায় মাহবুবুর রহমান মামুনকে উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে ওসমানীনগর থানায় নিয়ে আসে।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, মামুন টিকটকে আসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, কোনো নারীর সঙ্গে পরিচয় সূত্রে তিনি লক্ষ্মীপুরে গিয়েছিলেন। গতকাল তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত