রানা আব্বাস, ব্রিসবেন থেকে
সকালে টিম বাস থেকে মলিন চেহারা নিয়ে নামলেন লিটন দাস। সতীর্থ ব্যাটার যখন অ্যালান বোর্ডার ফিল্ডের নেটে অনুশীলনে ব্যস্ত, লিটনকে নিয়ে তখন ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারের জিম খুঁজছেন দলের ট্রেনার নিক লি আর চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
লিটনের কী হয়েছে, প্রশ্নটা তিনজনই এড়িয়ে যেতে চাইলেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ ওপেনার। চোখে যখন তাঁর বড় স্বপ্ন, তখনই আবার সেই চোট। ঊরুতে পাওয়া চোট বেশ ভোগাচ্ছে তাঁকে। সতর্কতা থেকেই লিটন গতকাল অনুশীলন থেকে বিরত ছিলেন। শুধু ফিটনেস নিয়েই কাজ করেছেন। আজ অ্যালান বোর্ডার ফিল্ডে তিনি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন কি না, সেটি গতকাল বিকেলেও নিশ্চিত করে বলতে পারেননি টিম ম্যানেজমেন্টের কেউ।
দেবাশীষ চৌধুরী শুধু বললেন, ‘গুরুতর কিছু নয়। তবে আমরা অতি সাবধানে থাকছি তাকে নিয়ে। আজ (গতকাল) ফিজিও ব্যাটিং করতে মানা করেছে। শুধু জিম করতে বলেছে। তার খেলার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সময় নেবে।’
লিটনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বেশ সতেজ, ফুরফুরে মনে হলো আরেক টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে। ব্যাটারদের ব্যাটিং অনুশীলন তুলনামূলক আগে শেষ হলেও সৌম্যকে নিয়ে আলাদা কাজ করলেন দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে গতিময় আর শর্ট বলে দুর্দান্ত ব্যাটিং করতে হবে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তো সেখানেই পিছিয়ে। শ্রীরামের পাঠশালায় সৌম্য ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন পুল, স্কুপ, পেরিস্কুপ শট।
শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে সাব্বির রহমানের জায়গায় সুযোগ পাওয়া সৌম্যকে নিয়ে বেশ আশাবাদীও মনে হলো দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে, ‘সৌম্য অবশ্যই ৫০ বা ৬০ রানের ইনিংস খেলেনি, সেটা সাব্বিরও করেনি। আশা করছি, সামনের দুটি প্রস্তুতি ম্যাচে ও বিশ্বকাপে দলের সবাইকে ভালো ফর্মে পাওয়া যাবে।’ মেক শিফট ওপেনারের পরীক্ষা-নিরীক্ষা শেষে লিটন-শান্ত-সৌম্যকে নিয়ে গড়া টপ অর্ডার নিয়েও সিডন্স আত্মবিশ্বাসী, ‘টপ অর্ডারে শিগগিরই বড় কিছু স্কোর দেখার আশা করছি।’
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড বাংলাদেশের কাছে বেশ পরিচিত। চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় অস্ট্রেলিয়ায় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবরা সপ্তাহ দুয়েকের একটা অনুশীলন ক্যাম্প করেছিলেন এ মাঠেই। যেটি পরে দারুণ কাজে দিয়েছিল তাঁদের। ওই দলের অবশ্য ৮০ শতাংশ ক্রিকেটারই বর্তমান দলে নেই। তাসকিন আহমেদ, সৌম্য আর সাকিব আল হাসানেরই শুধু অভিজ্ঞতা আছে এখানে আগে আসার। সাকিব কাল অবশ্য মাঠে আসেননি। গত পরশু বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের ওপর ভালোই ধকল গেছে।
আইসিসির অধিনায়ক দিবসে অংশগ্রহণ, অতঃপর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে মেলবোর্ন, সেখান থেকে ব্রিসবেন—এক দিনে অন্তত চারটি ফ্লাইট আর তিনটি হোটেল চেক ইন করতে হয়েছে সাকিবকে। ক্লান্ত অলরাউন্ডারকে গতকাল তাই বিশ্রাম দেওয়া হয়েছিল। এতেও সাকিবের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকার কথা নয়। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। ভালোভাবে তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে আসলে পুরো দলই।
সকালে টিম বাস থেকে মলিন চেহারা নিয়ে নামলেন লিটন দাস। সতীর্থ ব্যাটার যখন অ্যালান বোর্ডার ফিল্ডের নেটে অনুশীলনে ব্যস্ত, লিটনকে নিয়ে তখন ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারের জিম খুঁজছেন দলের ট্রেনার নিক লি আর চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
লিটনের কী হয়েছে, প্রশ্নটা তিনজনই এড়িয়ে যেতে চাইলেন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন বাংলাদেশ ওপেনার। চোখে যখন তাঁর বড় স্বপ্ন, তখনই আবার সেই চোট। ঊরুতে পাওয়া চোট বেশ ভোগাচ্ছে তাঁকে। সতর্কতা থেকেই লিটন গতকাল অনুশীলন থেকে বিরত ছিলেন। শুধু ফিটনেস নিয়েই কাজ করেছেন। আজ অ্যালান বোর্ডার ফিল্ডে তিনি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন কি না, সেটি গতকাল বিকেলেও নিশ্চিত করে বলতে পারেননি টিম ম্যানেজমেন্টের কেউ।
দেবাশীষ চৌধুরী শুধু বললেন, ‘গুরুতর কিছু নয়। তবে আমরা অতি সাবধানে থাকছি তাকে নিয়ে। আজ (গতকাল) ফিজিও ব্যাটিং করতে মানা করেছে। শুধু জিম করতে বলেছে। তার খেলার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সময় নেবে।’
লিটনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও বেশ সতেজ, ফুরফুরে মনে হলো আরেক টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে। ব্যাটারদের ব্যাটিং অনুশীলন তুলনামূলক আগে শেষ হলেও সৌম্যকে নিয়ে আলাদা কাজ করলেন দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করতে হলে গতিময় আর শর্ট বলে দুর্দান্ত ব্যাটিং করতে হবে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা তো সেখানেই পিছিয়ে। শ্রীরামের পাঠশালায় সৌম্য ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন পুল, স্কুপ, পেরিস্কুপ শট।
শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে সাব্বির রহমানের জায়গায় সুযোগ পাওয়া সৌম্যকে নিয়ে বেশ আশাবাদীও মনে হলো দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সকে, ‘সৌম্য অবশ্যই ৫০ বা ৬০ রানের ইনিংস খেলেনি, সেটা সাব্বিরও করেনি। আশা করছি, সামনের দুটি প্রস্তুতি ম্যাচে ও বিশ্বকাপে দলের সবাইকে ভালো ফর্মে পাওয়া যাবে।’ মেক শিফট ওপেনারের পরীক্ষা-নিরীক্ষা শেষে লিটন-শান্ত-সৌম্যকে নিয়ে গড়া টপ অর্ডার নিয়েও সিডন্স আত্মবিশ্বাসী, ‘টপ অর্ডারে শিগগিরই বড় কিছু স্কোর দেখার আশা করছি।’
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড বাংলাদেশের কাছে বেশ পরিচিত। চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনায় অস্ট্রেলিয়ায় ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিবরা সপ্তাহ দুয়েকের একটা অনুশীলন ক্যাম্প করেছিলেন এ মাঠেই। যেটি পরে দারুণ কাজে দিয়েছিল তাঁদের। ওই দলের অবশ্য ৮০ শতাংশ ক্রিকেটারই বর্তমান দলে নেই। তাসকিন আহমেদ, সৌম্য আর সাকিব আল হাসানেরই শুধু অভিজ্ঞতা আছে এখানে আগে আসার। সাকিব কাল অবশ্য মাঠে আসেননি। গত পরশু বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের ওপর ভালোই ধকল গেছে।
আইসিসির অধিনায়ক দিবসে অংশগ্রহণ, অতঃপর ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিতে নিউজিল্যান্ড থেকে মেলবোর্ন, সেখান থেকে ব্রিসবেন—এক দিনে অন্তত চারটি ফ্লাইট আর তিনটি হোটেল চেক ইন করতে হয়েছে সাকিবকে। ক্লান্ত অলরাউন্ডারকে গতকাল তাই বিশ্রাম দেওয়া হয়েছিল। এতেও সাকিবের প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকার কথা নয়। আজ বাংলাদেশ সময় বেলা ২টায় আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। ভালোভাবে তৈরি হওয়ার সুযোগ পাচ্ছে আসলে পুরো দলই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪