Ajker Patrika

এবারও কি সেই স্পিন-পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১০: ৫৪
এবারও কি সেই স্পিন-পরীক্ষা

হারলে সবই ভুল—হোয়াটসঅ্যাপ বার্তায় বলছিলেন দলের এক সিনিয়র ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের এক সদস্য বেশ বিরক্ত কণ্ঠে বললেন, ‘ওয়ানডে সিরিজ জেতার পর তেমন কোনো ভুল সামনে আসেনি। ডারবানে হারার সঙ্গে সঙ্গে এত কথা।’

ডারবান টেস্টে হারার পর আবারও বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক আলোচনা আসছে সামনে। তবে প্রথম টেস্ট থেকে অনেক ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছেন টিম ম্যানেজমেন্টের ওই সদস্য, ‘ডারবানের ফল নিয়ে আমরা মোটেও খুশি না। তবে এই প্রথম দক্ষিণ আফ্রিকা আমাদের আক্ষরিক অর্থেই সমীহ করছে। ওরা আমাদের হুমকি মনে করছে।’ এটা ঠিক, ওয়ানডে সিরিজ জয়ের পর ডারবানে প্রায় চার দিন স্বাগতিকদের বিপক্ষে সমানে সমানে লড়েছে বাংলাদেশ। তবু হার ছাপিয়ে গত কদিন আলোচনার সবটাজুড়ে টস জিতে আগে ব্যাটিং না করার সিদ্ধান্ত। আর সেখানে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর মতপার্থক্যের গুঞ্জনটি আসছে।

গতকাল পোর্ট এলিজাবেথে প্রধান কোচের সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটারদের একজন তামিম ইকবালের সলাপরামর্শের দৃশ্য দেখে যে কেউ বোঝাপড়া না হওয়াটা গুঞ্জন বলে উড়িয়ে দেবেন। পেটের সমস্যায় শেষ মুহূর্তে ডারবান টেস্ট থেকে ছিটকে পড়া তামিমের আগামীকাল একাদশে থাকা নিশ্চিত। দলের সেরা ওপেনারের সঙ্গে টেস্টের সম্ভাব্য কৌশল কী হতে পারে, সেটাই হয়তো ঠিক করে নিচ্ছেন ডমিঙ্গো। তবু গত কদিনে হওয়া আলোচনা নিয়ে প্রশ্নের সামনে পড়তে হয়েছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচকে।

ডারবান থেকে পোর্ট এলিজাবেথে ফিরে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে প্রত্যাশা পূরণ না হওয়ায় সিরিজ বাঁচাতে পোর্ট এলিজাবেথেই শেষ সুযোগ ডমিঙ্গোর শিষ্যদের। সুযোগ কাজে লাগাতে সেরাটা দিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দল। তবে কাজটা যে সহজ হবে না, ভালো করেই জানা বাংলাদেশের। ডারবানে স্পিনের পরীক্ষা দিয়েছেন মুমিনুলরা। সে পরীক্ষায় পেরে না ওঠায় এত আলোচনা। ডারবানে উইকেট বুঝে উঠতে না পারার প্রশ্নও উঠেছে জোরেশোরে। পোর্ট এলিজাবেথ অবশ্য বাংলাদেশ কোচ ডমিঙ্গোর শহর হওয়ায় তাঁর ভালোভাবেই চেনার কথা। যদিও এখানে এসে বাংলাদেশ যে চ্যালেঞ্জের সামনে পড়ছে, এখানকার তীব্র বাতাস। একই সঙ্গে উইকেটে গতকাল পর্যন্ত ঘাস দেখার কথা জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

আজ টেস্টের আগের দিন শেষবার উইকেট দেখে একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডারবানের মতো পোর্ট এলিজাবেথেও স্পিনের ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেস্টের সময় যত গড়াবে স্পিনাররা কার্যকর হতে পারেন বলে সাংবাদিকদের একটা ধারণা দিয়েছেন ডমিঙ্গো। গত ১০ বছরে এখনকার পরিসংখ্যানও স্পিনারদের পিছিয়ে রাখছে না। ২০১৬ সালে পোর্ট এলিজাবেথে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলা কেশব মহারাজ এখানে পাঁচটি টেস্ট খেলেছেন। ৫৮.৪ স্ট্রাইক রেটে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।

আইপিএল খেলতে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা দলে নেই তাঁদের প্রথম সারির পেসাররা। ডারবানে তাঁদের অনুপস্থিতি বুঝতে দেননি প্রোটিয়া স্পিনাররা। পোর্ট এলিজাবেথেও যে এলগারের মূল অস্ত্র হতে যাচ্ছেন স্পিনাররা, বোঝাই যাচ্ছে। বাংলাদেশ দলের এক সদস্য গতকাল যেমন বললেন, ‘ওরা যেহেতু ডারবানে স্পিনে সফল হয়েছে, আর ওদের পেস আক্রমণ খুব একটা শক্তিশালী নয়, মনে হচ্ছে এই টেস্টেও স্পিন আক্রমণে বেশি জোর দেবে তারা। তবে পোর্ট এলিজাবেথের উইকেট নিয়ে এখনই কিছু বলতে পারছি না। কাল (আজ) হয়তো একটু ধারণা পাওয়া যাবে।’

চোটে পড়ে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম দেশে ফিরে আসায় আগামীকাল শুরু সিরিজের শেষ টেস্টে দুই স্পিনার নীতিতে বাংলাদেশের এগোনোর সম্ভাবনাই বেশি। সেটি হলে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সুযোগ পাবেন একাদশে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত