Ajker Patrika

পরিচালনায় মনোযোগী কল্পনা

পরিচালনায় মনোযোগী কল্পনা

পরিচালনা নিয়েই এখন সময় কাটছে অভিনেত্রী খালেদা আক্তার কল্পনার। অনেক দিন পর সম্প্রতি তিনি দুটি নাটক পরিচালনা করলেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’, অন্যটি ‘কলগার্ল’। নাটক দুটিতে তিনি অভিনয়ও করেছেন। অভিনয়ে আরও আছেন শিউলী শিলা, আমির পারভেজ ও বনশ্রী।

শুধু পরিচালনা নয়, কল্পনা ব্যস্ত নাটক-টেলিফিল্মের চিত্রনাট্য লেখা নিয়েও। এরই মধ্যে বেশ কিছু একক ও ধারাবাহিকের গল্প লিখেছেন অভিনেত্রী। তাঁর ইচ্ছা এগুলো নির্মিত হয়ে দর্শকের সামনে আসুক। ছোটবেলা থেকেই গল্প পড়ার অভ্যাস কল্পনার। একসময় নিজেও গল্প লেখা শুরু করেন। প্রথম যে নাটকের গল্প লিখেছিলেন, সেটি প্রচার হয়নি। পরবর্তী সময়ে এটিএন বাংলায় প্রচার হয় তাঁর লেখা ধারাবাহিক নাটক ‘আপনার চেয়ে আপন’। কল্পনার গল্প নিয়ে মনোয়ার খোকন ‘ফেরারি সুখ’ নামে আরেকটি নাটক বানান। নায়ক ছিলেন রবি চৌধুরী।

কল্পনা বলেন, ‘নাটক-সিনেমায় অভিনয় করতে গিয়ে চিত্রনাট্যে অনেক ভুলত্রুটি চোখ পড়ত। একসময় মনে হলো, কেন আমি নিজে লিখছি না! পরে লেখালেখি শুরু করলাম। একুশে টিভিতে যখন শ্রদ্ধেয় আতিকুল হক চৌধুরী ছিলেন, তখন তিনি আমাকে একদিন ডেকেছিলেন। বলেছিলেন, আমার লেখা সংলাপ তাঁর খুব ভালো লেগেছে। তাঁর সেই কথা আমার কাছে পুরস্কারপ্রাপ্তির মতোই মনে হয়েছিল।’

কল্পনা অভিনীত প্রথম সিনেমা মতিন রহমানের ‘রাধা কৃষ্ণ’। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে শোবিজের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর একে একে ‘ফুলশয্যা’, ‘শেষ আঘাত’, ‘মায়ের কান্না’, ‘তিন কন্যা’, ‘রকি’, ‘ঢাকা-৮৬’, ‘অচেনা’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ এ পর্যন্ত পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কল্পনা। রাজ্জাক পরিচালিত ‘জ্বিনের বাদশা’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত