Ajker Patrika

জেলা আওয়ামী লীগের সম্মেলন ২২ সেপ্টেম্বর

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১০: ০৩
জেলা আওয়ামী লীগের সম্মেলন ২২ সেপ্টেম্বর

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২২ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে ১০ উপজেলা, তিন পৌরসভা ও ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি ঢাকায় দলের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কার্যালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র জানায়।

সভায় জেলার চার সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ ও উপজেলা কমিটির সভাপতি-সম্পাদকেরা উপস্থিত ছিলেন। অবশ্য গত ৯ মার্চ কক্সবাজারে দলের তৃণমূলের প্রতিনিধি সম্মেলনে মে মাসের মধ্যে সব উপজেলা, পৌরসভা ও ৭১ ইউনিয়নের সম্মেলন শেষ করে জুন মাসে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছিল। এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু ঘোষণা অনুযায়ী কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ছাড়া আর কোনো কমিটির সম্মেলন ও কাউন্সিল করা সম্ভব হয়নি।

তবে তৃণমূলে সম্মেলন ও কাউন্সিল করতে গিয়ে নানা জটিলতায় পড়ে দলটি। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে থাকা নেতাদের সঙ্গে পদপ্রত্যাশীদের প্রকাশ্যে বিরোধ ও হানাহানি সৃষ্টি হয়। এতে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ করা যায়নি বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

দলের নেতারা জানান, সভায় ফলপ্রসূ আলোচনা শেষে ১০ উপজেলা কমিটির মধ্যে পাঁচ উপজেলায় সম্মেলনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৩ জুলাই চকরিয়ার মাতামুহুরী, ২৪ জুলাই পেকুয়া, ২৫ জুলাই উখিয়া, ২৬ জুলাই টেকনাফ ও ১০ সেপ্টেম্বর চকরিয়ার সম্মেলন করা হবে। এ ছাড়া কক্সবাজার সদর, ঈদগাঁও, মহেশখালী, কুতুবদিয়া ও রামু উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে এসব উপজেলার সম্মেলনও জেলা সম্মেলনের আগে শেষ করার নির্দেশনা রয়েছে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম দলের বিভিন্ন পর্যায়ে বিবাদের বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে জানান, করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়েছিল সাংগঠনিক কার্যক্রম। সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। যেসব জায়গায় দ্বন্দ্ব রয়েছে, তা মিটমাট করেই সম্মেলন করা হচ্ছে। সম্মেলনের মাধ্যমে দলে প্রাণ ফিরে এসেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন, জেলার সব পর্যায়ের কমিটির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

ইতিমধ্যে কক্সবাজার পৌরসভা ও বেশির ভাগ ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। বাকি সম্মেলন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত