Ajker Patrika

তরমুজের ফলন ও দাম ভালো

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৫: ৪৮
তরমুজের ফলন ও দাম ভালো

চট্টগ্রামের বাঁশখালীতে চলতি মৌসুমে তরমুজের ভালো ফলন হয়েছে। দাম ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। চাষিদের কেউ খেত থেকে পাইকারি আবার কেউ বাজারে নিয়ে খুচরা বিক্রি করছেন উৎপাদিত এই ফল।

গতকাল সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তরমুজখেত পরিচর্যা করছেন কৃষকেরা। যদিওবা খেতের তরমুজ বিক্রি প্রায় শেষের দিকে।

স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কানি জমিতে তরমুজ চাষ করতে ৩৫-৪৫ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে এই তরমুজ বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। বীজ রোপণের মাসখানেক পরই গাছে ফলন এলেও দুই মাসের মধ্যেই তা খাওয়ার উপযোগী হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবারে বাঁশখালীর গন্ডামারা, বাহারছড়া, কাথরিয়া, পুকুরিয়া, কালীপুর, বৈলছড়ি এলাকায় তরমুজের আবাদ হয়েছে। গত বছর সাত-আট হেক্টর জমিতে চাষ হলেও এ বছর তার তিন গুণ হয়েছে। বাঁশখালীতে গ্লোরি জাম্বো, গোল্ডেন ডিউ জাতের তরমুজ চাষ হয়ে থাকে। সাধারণত দো-আঁশ মাটিতে এই ফলের ভালো আবাদ হয়।

গন্ডামারা এলাকার চাষি আবদুল মান্নান ও শাহাদাৎ হোসেন বলেন, ‘এবার তরমুজের ভালো ফলন হয়েছে। দামও ভালো। কৃষি অফিসের পরামর্শসহ আন্তরিক সহযোগিতা পেয়েছি। আগামী বছর আরও বড় পরিসরে তরমুজের আবাদ করব।’

বাহারছড়া এলাকার কৃষক রহিম উদ্দীন জানান, সমুদ্রের উপকূলবর্তী জায়গায় তরমুজের চাষ করেছেন তিনি। ভালো ফলন হয়েছে। আর এখন তরমুজ বিক্রিও প্রায় শেষের দিকে।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক আজকের পত্রিকাকে বলেন, বাঁশখালীতে এবার ২০ হেক্টরে তরমুজের আবাদ হয়েছে; যা গত বছরের তুলনায় প্রায় তিন গুণ। তরমুজের দামও ভালো। বেড়িবাঁধ হয়ে যাওয়ায় উপকূল অঞ্চলে এই ফলের চাষাবাদ ভালো হয়। কৃষি অফিস থেকে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত