Ajker Patrika

কাপ্তাইয়ে বিনোদনকেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাইয়ে বিনোদনকেন্দ্রে তিল ধারণের ঠাঁই নেই

বছরের শেষ দুই দিনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের আগমনে মুখরিত কাপ্তাইয়ের সব বিনোদন কেন্দ্র। গত শুক্রবার ও গতকাল শনিবার কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

শুক্রবার বেলা আড়াইটায় কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখা গেছে, এই বিনোদন কেন্দ্রে উপচে পড়া পর্যটকদের ভিড়। অনেকে পরিবারপরিজন নিয়ে এসেছেন বেড়াতে।

কাপ্তাইয়ের বালুরচর এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কের গাঁ ঘেঁষে অবস্থিত পর্যটন ও বিনোদন কেন্দ্র ‘প্রশান্তি পার্কে’ গতকাল দুপুর ১২টার দিকে দেখা গেছে, এই কেন্দ্রে শত শত পর্যটকের আগমন ঘটেছে। এখানে বছরের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে এই বিনোদন কেন্দ্রে কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানান পার্কের ব্যবস্থাপক শাওন।

গতকাল বেলা একটার দিকে কাপ্তাই শিলছড়ি হাজিরটেক নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা গেছে, এখানে নয়টি হাউসের কোনোটিই খালি নেই। এই কেন্দ্রের ব্যবস্থাপক মাসুদ তালুকদার বলেন, ‘কর্ণফুলীর কোল ঘেঁষে তৈরি নয়টি হাউস এক সপ্তাহ ধরে বুকিং। এখানে কায়াকিং করার পাশাপাশি সুলভমূল্যে খাবার পাওয়া যাচ্ছে।’

এদিকে শুক্রবার কাপ্তাইয়ের অন্যতম বিনোদন কেন্দ্র কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম কর্তৃপক্ষ পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জীবতলী লেকশোর পিকনিক স্পটে গিয়ে দেখা গেছে, এখানে শত শত পর্যটক। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

 শিলছড়ি বনশ্রী পিকনিক কেন্দ্রের পরিচালক রুবাইয়েত আক্তার চৌধুরী জানান, শুক্রবার এবং বছরের শেষ দিন শনিবার কাপ্তাইয়ে ২০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে।

কাপ্তাই থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ‘কাপ্তাইয়ের অনেক বিনোদন কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর পর্যটক আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত