Ajker Patrika

বৃষ্টির কাছেই পরাজয়

আমিনুল ইসলাম বুলবুল
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১১: ৩৬
বৃষ্টির কাছেই পরাজয়

পরশু বলেছিলাম, ফিফটি-ফিফটি ম্যাচ হবে। কেননা বাংলাদেশ জিতে আসছে, ভারত হেরে আসছে। তারপরে এই মাঠ ছিল দুই দলের জন্যই নতুন। এই মাঠে দুই দলের কৌশল একদমই অন্য রকম ছিল। দেখবেন, ওরা পাশে বেশি খেলেছে। মাঠ সোজা বড়।

আমি প্রথমে যে স্টেটমেন্ট দিতে চাই, আমি মাহমুদউল্লাহ রিয়াদকে অনুভব (মিস) করেছি। এখানে যদি একজন টপ লোয়ার মিডল অর্ডার ব্যাটার থাকত, তাহলে হয়তো জিততে পারতাম আমরা। মোসাদ্দেক আর ইয়াসির থেকে ওই সময় ওভাবে আশা করিনি। কারণ, দুজনই নতুন। কিন্তু ওই সময় আমি মাহমুদউল্লাহকে প্রয়োজন মনে করেছি। সত্যি মাহমুদউল্লাহ দলের জন্য কত প্রয়োজন, আমি তাকে অনুভব করেছি।

আরেকটা স্টেটমেন্ট হচ্ছে, দুর্দান্ত বোলিং পরিচালনা ছিল। খুব বুদ্ধিদীপ্ত বোলিং পরিচালনা হয়েছে গতকাল। কারণ, যে যখন ভালো করছিল, আটকে না রেখে তখন তাকে দিয়েই শেষ করিয়েছে। আমরা জানি, ভারতের ব্যাটিং অর্ডার খুবই শক্তিশালী। এই জায়গায় দেখা গেছে তাসকিন ভালো করছে, ও চার ওভার করেছে। সাকিব ভালো বোলিং করেছে, ও চার ওভার করে ফেলেছে। সুতরাং বোলিং পরিচালনা ছিল ভালো।

লিটন ছিল অসাধারণ। আমাদের বড় ক্ষতিটা হয়ে গেছে বৃষ্টির কারণে। না হয় পরিস্থিতি ভিন্ন হতে পারত। সব মিলিয়ে মনে হয়েছে, গত কয়েক বছরের সেরা ম্যাচটা খেলেছি। এ সংস্করণে হার-জিত থাকতেই পারে। আমি বলব যে খুব কাছে গিয়ে আমরা হেরে গেছি। কিন্তু আমরা ভালো খেলেছি।

বাংলাদেশ যখন দ্বিতীয়বার নামল, একটু পিচ্ছিল ছিল, এভাবে মাঠে খেলানো ঠিক হলো কি না—এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। এটা দেখার দায়িত্ব হচ্ছে ফিল্ড আম্পায়ার যারা আছে, তাদের। আগে হচ্ছে গ্রাউন্ডস যারা দেখে, তারা মাঠটা হাতবদল করে আম্পায়ারের কাছে। গাউন্ডসম্যান যদি মনে করে মাঠ প্রস্তুত, তারপর ম্যাচ আম্পায়ার যে আছে, তারা যদি ইচ্ছা পোষণ করে, তখন আর ম্যাচ রেফারির কিছু করার থাকে না। গাউন্ডসম্যান ও অনফিল্ড আম্পায়ার, তাদের সিদ্ধান্ত এটা।

মেলবোর্ন থেকে বলা কঠিন। তারপরও তো মনে হয়নি একবারও যে বল ভিজে যাচ্ছে বেশি। অন্যথায় অশ্বিন তো ওই সময় বল করার কথা না। তবে এটাও ঠিক যে ওরা অক্ষর প্যাটেলকে আর আনেইনি। তার মানে বল ভিজে যাচ্ছিল হয়তো।

বাংলাদেশ বৃষ্টির কাছেই হেরেছে। এই মুহূর্তটাই নষ্ট হয়ে গেছে। তবে একটা কথা যে ইয়াসির আমার ছোট ভাইয়ের মতো বা মোসাদ্দেক। ইয়াসির টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ খেলেছে, একটা ৩০ আছে মনে হয়। মোসাদ্দেক তো অনেক বেশি ম্যাচ খেলেছে। মাহমুদউল্লাহকে যে কতটা প্রয়োজন ছিল, অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার যে দরকার ছিল, সেটা আমি অনুভব করেছি। এমন ম্যাচ তো বছরে সব সময় আসে না। আমরা সুযোগ হাতছাড়া করেছি। সেটাই অনুভব করলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত