Ajker Patrika

তেরখাদায় জমজমাট প্রচার

রাসেল আহমেদ, তেরখাদা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
তেরখাদায় জমজমাট প্রচার

তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আর মাত্র ১০ দিন পরই। এরই মধ্যে জমে উঠেছে প্রচার। শীতের কুয়াশা ভেজা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আবার প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটারেরাও। তেরখাদা সদর থেকে পাড়া-মহল্লার ঝুপড়িঘরের দোকানে চায়ের কাপে নির্বাচনী ঝড় বইছে।

এদিকে যেকোনো বিশৃঙ্খলা রোধে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান। সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড শুরু করছেন। প্রার্থীর কর্মী-সমর্থকেরা দিনভর লিফলেট বিতরণ ও বাড়ি-বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। নিজের প্রতীকে ভোট প্রার্থনার সময় সাধারণ ভোটারদের সামনে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

সূত্রমতে, সারা দেশের মতো আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদেও। এসব ইউপিতে ২৬ জন চেয়ারম্যান প্রার্থী, আর ৫৪টি ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী ২২৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন ৭৭ জন।

তেরখাদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান বলেন, আগামী ২৮ নভেম্বর তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে ৫৫টি কেন্দ্রে ২৯৩টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ৮৬৬ জন এবং মহিলা ৪৭ হাজার ২৫৮ জন। এদের মধ্যে আজগড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৪২, বারাসাত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১৬ জন, ছাগলাদহ ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ২০২ জন, সাচিয়াদহ মোট ভোটার ১৪ হাজার ১৩৯ জন, তেরখাদা সদরে মোট ১৬ হাজার ৭৬৫ জন ও মধুপুর ইউনিয়নে মোট ভোটার ১৫ হাজার ৯৬০ জন।

সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট দানের আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান। তিনি এ প্রতিবেদককে বলেন, তেরখাদা একসময়ে সন্ত্রাসী জনপদ ছিল; এখন শান্ত। নির্বাচনকে কেন্দ্র করে একসময় খুন-খারাবি লেগেই থাকত। এবার আমাদের কঠোর অবস্থান জানিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত