Ajker Patrika

আমন কাটতে দিনভর ব্যস্ততা কৃষকের

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ২৫
আমন কাটতে দিনভর  ব্যস্ততা  কৃষকের

চট্টগ্রামের রাউজানে খেতের আমন ধান পাকতে শুরু করেছে। খেত থেকে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

কৃষকেরা বলছেন, এ মাসে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালোভাবে খেতের ধান ঘরে তুলতে পারবেন। ফলনও ভালো হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার উত্তরাংশের কিছু কিছু জমিতে আমন ধান কাটা শুরু হয়েছে। আর অধিকাংশ জমির ধান পাকতে শুরু হয়েছে। তবে দক্ষিণাংশের বেশির ভাগ খেতে আমন ধান পাকতে আরও কিছুদিন সময় লাগবে। কারণে দক্ষিণাংশের জমি নিচু। তাই এ অঞ্চলে নাবি জাতের ধান লাগানো হয়।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আমনের ভালো ফলনে তাঁরা আশাবাদী। তবে কিছু কিছু খেতে পোকার আক্রমণ দেখা দেওয়ায় কীটনাশক ছিটাতে হচ্ছে। তাঁরা বলছেন, এই মাস দুর্যোগমুক্ত থাকলে তাঁরা শঙ্কামুক্ত হবেন।

বিনাজুরীর কৃষক নুরুল হক বলেন, এখন কৃষকেরা সরকারিভাবে সহায়তা পাচ্ছেন। যার সুফল প্রান্তিক কৃষকেরা পাচ্ছেন।

রাউজান সদর ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু বলেন, এলাকার কৃষকেরা কৃষি কাজের আধুনিক যন্ত্রপাতি পেয়েছেন। কৃষকদের চাষাবাদের সুবিধায় ভরাট হয়ে যাওয়া খালগুলো খনন করা হয়েছে। তাঁর ইউনিয়নের অনেক অনাবাদি জমিতে এবার আমন চাষ হয়েছে। ফলে কৃষকেরা কৃষি কাজে উৎসাহিত হয়েছে।

রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেছেন, রাউজানে এবার আমনের বাম্পার ফলনে কৃষকদের মতো তিনিও আশাবাদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত