Ajker Patrika

১৩ হাজার মানুষ টিকা নেননি নিবন্ধন করেও

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ১০
১৩ হাজার মানুষ টিকা নেননি নিবন্ধন করেও

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিবন্ধন করেও এখন পর্যন্ত ১৩ হাজার মানুষ করোনার টিকা গ্রহণ করেননি। হাসপাতাল থেকে টিকা গ্রহণের জন্য সকলকে খুদে বার্তা পাঠানো হয়। কিন্তু তারপরও অনেকে টিকা গ্রহণ করতে আসেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনার টিকা গ্রহণের জন্য উপজেলায় এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৬ হাজার ৭৩ জন মানুষ অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে প্রায় ৯৩ হাজার মানুষকে প্রথম ডোজ ও ৭১ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তবে ১৩ হাজার মানুষ আবেদন করেও টিকা নেননি।

পৌরশহরের কালিনগর এলাকার বাসিন্দা দিনমজুর রহিম আলী (৫৪) বলেন, টিকার দুই ডোজই গ্রহণ করেছি। এখন যদি তৃতীয় ডোজ দেওয়ার সুযোগ থাকে তবে আমি তা গ্রহণ করতে আগ্রহী।

শিক্ষার্থী তামিম হাসান (১৮) বলেন, ডিসেম্বরে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছি। এখন দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় আছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সাব্বির হোসেন বলেন, আবেদন করেও প্রায় ১৩ হাজার মানুষ টিকা নেননি। আমরা নিবন্ধনকারী সকলকে টিকা গ্রহণের তারিখ জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছি। আমাদের যথেষ্ট ভ্যাকসিন মজুত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত