Ajker Patrika

উদ্ধার হওয়া দুর্গামূর্তি দেখতে মানুষের ভিড়

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৩
উদ্ধার হওয়া দুর্গামূর্তি দেখতে মানুষের ভিড়

বিয়ানীবাজারে পুকুর থেকে উদ্ধার হওয়া একটি ‘স্বর্ণে’র দুর্গামূর্তি দেখতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করছেন। তবে সনাতন ধর্মের লোকজনকে মূর্তিটি দেখার সুযোগ দিলেও অন্য ধর্মাবলম্বীদের তা দেখতে দেওয়া হচ্ছে না। পুলিশ বিষয়টি নজরদারির মধ্যে রেখেছে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

চারখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, নইরচকের অরুণ দাসের পুকুর থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া মূর্তির সঙ্গে ২টি হাত বালা ও ১টি ছোট কলসি পাওয়া যায়। এর আগের রাতে স্বপ্নে অরুণের ছেলে অনিক দাস পুকুরে এসব জিনিসপত্র রয়েছে বলে দেখতে পান।

এ ঘটনা জানাজানি হওয়ার পর সনাতন ধর্মের লোকজন ওই বাড়িতে ভিড় করছেন। সেখানে একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। তবে সহজে স্বর্ণ মূর্তি দেখতে দিচ্ছেন না উদ্ধারকারীরা। ওই বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। প্রবেশদ্বারে লেখা রয়েছে ছবি তোলা নিষেধ।

আবার অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে দর্শন না পেয়ে দরজার সামনে ভক্তি দিয়ে প্রসাদ নিয়ে ফিরে যাচ্ছেন। দরজার একটু ফাঁক দিয়ে দুর্গামূর্তি দেখতে পেয়ে উচ্ছ্বসিত অসিত কর বলেন, অনেকের সৌভাগ্য হয়নি, কিন্তু আমি মায়ের (দুর্গা) কাছে কৃতজ্ঞ তিনি দর্শন দিয়েছেন।’

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরূণাভ পাল চৌধুরী মোহন বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করার পরও দর্শন পাইনি। কাজ ছিল বলে যে ঘরে মা দুর্গাকে রাখা হয়েছে তার দরজার সামনে ভক্তি দিয়ে প্রসাদ নিয়ে চলে আসি। দু-এক দিনের মধ্যে আবার যাব। এবার দর্শন পেয়ে তবেই ফিরব।’

এ বিষয়ে অরুণ দাস বলেন, ‘উদ্ধারের পর থেকে মায়ের সেবাব্রত নিয়ে আছি। তবে কোন জায়গা থেকে মূর্তিটি পাওয়া গেছে কিংবা এটি স্বর্ণের মূর্তি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মা কি ধাতুর রূপ নিয়ে এসেছেন এটা আমাদের কাছে বড় বিষয় নয়। তিনি আমাদের বেছে নিয়েছেন, এটা পরম পাওয়া।’

ওসি হিল্লোল রায় বলেন, ‘লোকমুখে শোনে আমি আমি পরিদর্শনে গিয়েছি। দুর্গামূর্তিটি ওই বাড়ির মণ্ডপে রাখা আছে। বিষয়টিতে আমাদের নজরদারি রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত