Ajker Patrika

৪০ বছর পর বন্ধুদের জমজমাট আড্ডা

হাবিবুর রনি, বাকৃবি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৪
৪০ বছর পর বন্ধুদের  জমজমাট আড্ডা

জীবনের এক অনন্য অভিজ্ঞতার স্থান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। প্রথম যখন ক্যাম্পাসে শিক্ষার্থীর আগমন ঘটে সেই দিনটা তার জীবনে অবিস্মরণীয় হয়ে থাকে তেমনি ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তটাও মনে দাগ কাটে সবারই। ক্যাম্পাসের সেই আনন্দের চিত্রই ফুটে উঠল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৮০-৮১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তাঁদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর আনন্দ শোভাযাত্রা বের করেন তাঁরা। দুদিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজ খেলাধুলাসহ নানা আয়োজন রয়েছে।

দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত বাকৃবির এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাতেন বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগছে। কর্মব্যস্ত জীবনে পুরোনো বন্ধুদের সঙ্গে গল্পগুজব, আড্ডা সত্যিই ভোলার মতো নয়।

আরেক শিক্ষার্থী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এডিশনাল আইজিপি মোবারক হোসেন বলেন, ‘ক্যাম্পাসের অনেক পরিবর্তন হয়েছে। চিরচেনা বাকৃবি আরও নতুন লাগছে। এত পরিবর্তন সত্ত্বেও প্রাকৃতিক পরিবেশের অপরূপ সৌন্দর্য আজও আমাকে বিস্মিত করে। আমাদের সময়ে আড্ডা আর বিনোদনের কেন্দ্র ছিল ব্রহ্মপুত্র নদের পাড়।’

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক শামসুন নাহার বলেন, ‘আমি সুলতানা রাজিয়া হলের আবাসিক ছাত্রী ছিলাম। তখন কৃষি অনুষদে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৯ জন ছাত্রী ছিলাম। খুবই রোমাঞ্চকর ছিল ক্যাম্পাসের সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত