Ajker Patrika

যেই লাউ সেই কদু

আনিসুজ্জামান
যেই লাউ সেই কদু

এরশাদের আমলে একবার ডাকসুর নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে। বহু বছর পর কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদের নির্বাচন হলো সেবার। নির্বাচন পরিচালনার জন্য উপাচার্য যাঁদের হাতে দায়িত্ব দিলেন, তাঁদের মধ্যে ছিলেন আনিসুজ্জামান। কলাভবনে কর্তব্য পালনের পাশাপাশি ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন, উপাচার্যের কাছাকাছি থাকাই ছিল তাঁর প্রধান কাজ।

সরকারপক্ষীয় ছাত্রদের ছিল পেশিশক্তি। কিন্তু ছাত্রলীগ আর ছাত্রদলের ছিল শিক্ষার্থীদের মধ্যে সমর্থন। তাই বোঝাই যাচ্ছিল, নির্বাচন সুষ্ঠুভাবে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধীদলীয় শিক্ষার্থীরাই জয়ী হবেন। নির্বাচনে জয়ী হলো সুলতান মোহাম্মদ মনসুরের নেতৃত্বে ছাত্রলীগ। ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ বিজয় মিছিল বের করল ক্যাম্পাসে। রোকেয়া হল থেকে বিজয় মিছিল বের করা হলে সেই মিছিল আক্রান্ত হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনিসুজ্জামানকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করল। রোকেয়া হলে গিয়ে আনিসুজ্জামানরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করলেন।

সে সময় এক ছাত্রী এসে বললেন, ‘তদন্ত কমিটির কাছে যারা আসছে, তাদের দূর থেকে লক্ষ করছে কিছু ছাত্রী। আমি যে সাক্ষ্য দিতে এসেছি, সেটা দেখছে সবাই। আপনারা কি আমার নিরাপত্তা দিতে পারবেন?’

আনিসুজ্জামানকে কবুল করতে হলো, তাঁরা আসলে নিরুপায়। তখন ছাত্রীটি বললেন, ‘এসব তদন্তে কিছু হবে না স্যার। যারা আমাদের মারধর করেছে, তারা বহাল তবিয়তে আছে। তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিলে পরিণাম ভালো হবে না বলে শাসাচ্ছে। ভয়ে কেউ সত্য বলতে আসছে না। ওরা যত শক্তিশালী, তাতে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যাবে না।’

মেয়েটা ঠিক বলেছিলেন। রিপোর্ট তৈরি হলো, কাউকে কাউকে চিহ্নিতও করা হলো। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া গেল না।

মজার ব্যাপার হলো, যে মেয়েটি কথাগুলো বলেছিলেন, ‘সেই মেয়ে আনিসুজ্জামানের সহকর্মী হয়েছিলেন কিছুদিন বাদে, আর যে মেয়েটি গোলযোগের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল, সে মেয়েটিও যথাসময়ে আনিসুজ্জামানের সহকর্মী হয়েছিলেন।’

সূত্র: আনিসুজ্জামান, বিপুলা পৃথিবী, পৃষ্ঠা ৪০৬-৪০৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত