হোসাইন আহাম্মেদ সুলভ, মুক্তাগাছা
মুক্তাগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অবশ্য ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামেগঞ্জে চলছে উৎসব। সারি সারি পোস্টার আর মাইকিংয়ে প্রচারণাও সরগরম। এই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রার্থী। আবার পাল্টা অভিযোগও করেছেন একাধিক প্রার্থী। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের স্বার্থে যিনি কাজ করবেন তাঁকেই ভোট দেবেন। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র নিরপেক্ষ তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার মানকোন ইউনিয়নের বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, ‘কাকে ভোট দেব, এখনো ঠিক করতে পারেননি। নীতি দেখে ভোট দিতে চাই। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, গরিব ও অসহায়দের জন্য যাঁরা কাজ করবে, এমন প্রার্থীকে আমরা ভোট দেব।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৯টি অভিযোগ পাওয়া গেছে। বেশির ভাগ অভিযোগই পোস্টার ছেঁড়া, একাধিক ক্যাম্পেইন, প্রচারণায় বাধার। এরই মাঝে নানা শঙ্কা ও পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তাগাছার ইউপি নির্বাচন। ফলে প্রচারণার মাঠ সরগরম হওয়ার পাশাপাশি বাড়ছে উত্তেজনাও। তা সত্ত্বেও নির্বাচনে বিজয়ের স্বাদ পেতে সব প্রার্থীই মরিয়া। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট আর দোয়া।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, পিপলস পার্টি ও বিএনপির স্বতন্ত্রসহ ৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তা ছাড়া সাধারণ আসনে ৪০৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪২ জন মাঠে আছেন। এবার উপজেলার ১০টি ইউপির মধ্যে একটিতে ইভিএম আর বাকি ৯ টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে। দশটি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার।
কুমারগাতা ইউনিয়নের মোতালেব মিয়া বলেন, ‘আমরা চাই এলাকার উন্নয়ন। সব প্রার্থীই পরিচিত। কাকে ভোট দেব কাকে দেব না, এখন এটাই চিন্তার বিষয়। ভাবছি গরিবের স্বার্থ যে দেখবে, গরিবে ডাক দিলে রাস্তায় দাঁড়াবে, তাকেই ভোট দেব।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা বলেন, ‘এ পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘মুক্তাগাছা উপজেলার ১০টি ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিশেষ সভা করে আচরণবিধি মানার ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে বেশ সাড়া পড়েছে ভোটারদের মাঝে। নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন রাখা হবে। তা ছাড়া নির্বাচনী এলাকা প্রতিদিনই মনিটরিং করছি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’
মুক্তাগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অবশ্য ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামেগঞ্জে চলছে উৎসব। সারি সারি পোস্টার আর মাইকিংয়ে প্রচারণাও সরগরম। এই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রার্থী। আবার পাল্টা অভিযোগও করেছেন একাধিক প্রার্থী। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের স্বার্থে যিনি কাজ করবেন তাঁকেই ভোট দেবেন। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র নিরপেক্ষ তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলার মানকোন ইউনিয়নের বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, ‘কাকে ভোট দেব, এখনো ঠিক করতে পারেননি। নীতি দেখে ভোট দিতে চাই। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, গরিব ও অসহায়দের জন্য যাঁরা কাজ করবে, এমন প্রার্থীকে আমরা ভোট দেব।’
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৯টি অভিযোগ পাওয়া গেছে। বেশির ভাগ অভিযোগই পোস্টার ছেঁড়া, একাধিক ক্যাম্পেইন, প্রচারণায় বাধার। এরই মাঝে নানা শঙ্কা ও পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তাগাছার ইউপি নির্বাচন। ফলে প্রচারণার মাঠ সরগরম হওয়ার পাশাপাশি বাড়ছে উত্তেজনাও। তা সত্ত্বেও নির্বাচনে বিজয়ের স্বাদ পেতে সব প্রার্থীই মরিয়া। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট আর দোয়া।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, পিপলস পার্টি ও বিএনপির স্বতন্ত্রসহ ৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তা ছাড়া সাধারণ আসনে ৪০৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪২ জন মাঠে আছেন। এবার উপজেলার ১০টি ইউপির মধ্যে একটিতে ইভিএম আর বাকি ৯ টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে। দশটি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার।
কুমারগাতা ইউনিয়নের মোতালেব মিয়া বলেন, ‘আমরা চাই এলাকার উন্নয়ন। সব প্রার্থীই পরিচিত। কাকে ভোট দেব কাকে দেব না, এখন এটাই চিন্তার বিষয়। ভাবছি গরিবের স্বার্থ যে দেখবে, গরিবে ডাক দিলে রাস্তায় দাঁড়াবে, তাকেই ভোট দেব।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা বলেন, ‘এ পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘মুক্তাগাছা উপজেলার ১০টি ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিশেষ সভা করে আচরণবিধি মানার ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে বেশ সাড়া পড়েছে ভোটারদের মাঝে। নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন রাখা হবে। তা ছাড়া নির্বাচনী এলাকা প্রতিদিনই মনিটরিং করছি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫