Ajker Patrika

পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ

হোসাইন আহাম্মেদ সুলভ, মুক্তাগাছা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৪৬
পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ভোটের মাঠ

মুক্তাগাছায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। অবশ্য ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামেগঞ্জে চলছে উৎসব। সারি সারি পোস্টার আর মাইকিংয়ে প্রচারণাও সরগরম। এই পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রার্থী। আবার পাল্টা অভিযোগও করেছেন একাধিক প্রার্থী। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের স্বার্থে যিনি কাজ করবেন তাঁকেই ভোট দেবেন। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র নিরপেক্ষ তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলার মানকোন ইউনিয়নের বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, ‘কাকে ভোট দেব, এখনো ঠিক করতে পারেননি। নীতি দেখে ভোট দিতে চাই। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, গরিব ও অসহায়দের জন্য যাঁরা কাজ করবে, এমন প্রার্থীকে আমরা ভোট দেব।’

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৯টি অভিযোগ পাওয়া গেছে। বেশির ভাগ অভিযোগই পোস্টার ছেঁড়া, একাধিক ক্যাম্পেইন, প্রচারণায় বাধার। এরই মাঝে নানা শঙ্কা ও পাল্টা-পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তাগাছার ইউপি নির্বাচন। ফলে প্রচারণার মাঠ সরগরম হওয়ার পাশাপাশি বাড়ছে উত্তেজনাও। তা সত্ত্বেও নির্বাচনে বিজয়ের স্বাদ পেতে সব প্রার্থীই মরিয়া। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট আর দোয়া।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, পিপলস পার্টি ও বিএনপির স্বতন্ত্রসহ ৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। তা ছাড়া সাধারণ আসনে ৪০৭ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৪২ জন মাঠে আছেন। এবার উপজেলার ১০টি ইউপির মধ্যে একটিতে ইভিএম আর বাকি ৯ টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন হবে। দশটি ইউনিয়নে মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার।

কুমারগাতা ইউনিয়নের মোতালেব মিয়া বলেন, ‘আমরা চাই এলাকার উন্নয়ন। সব প্রার্থীই পরিচিত। কাকে ভোট দেব কাকে দেব না, এখন এটাই চিন্তার বিষয়। ভাবছি গরিবের স্বার্থ যে দেখবে, গরিবে ডাক দিলে রাস্তায় দাঁড়াবে, তাকেই ভোট দেব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা শারমিন সুলতানা বলেন, ‘এ পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মনসুর বলেন, ‘মুক্তাগাছা উপজেলার ১০টি ইউপির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিশেষ সভা করে আচরণবিধি মানার ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে বেশ সাড়া পড়েছে ভোটারদের মাঝে। নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী মোতায়েন রাখা হবে। তা ছাড়া নির্বাচনী এলাকা প্রতিদিনই মনিটরিং করছি। নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত