Ajker Patrika

বেশি ভোট পড়েছে সদরে

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
বেশি ভোট পড়েছে সদরে

তৃতীয় ধাপে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের মনিরামপুরে ভোট পড়েছে ৭৯ দশমিক ৩৫ শতাংশ। নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে মনিরামপুর সদর ইউপিতে, ৮৪ দশমিক ৬৮ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে উপজেলার রোহিতা ইউপিতে, ৭৬ দশমিক ১৭ শতাংশ।

উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে।

গত রোববার মনিরামপুরের ১৭ ইউপির মধ্যে ১৬ টিতে নির্বাচন হয়। এর মধ্যে ১৫ ইউপিতে চেয়ারম্যান পদে সরাসরি ভোট হয়। আর শ্যামকুড় ইউপিতে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে চেয়ারম্যান পদে কোনো ভোট হয়নি। শুধু সদস্য পদে ভোট নেওয়া হয়। এ জন্য ওই ইউপির ভোটের ফলাফল এ প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়নি।

রোহিতায় ২৪ হাজার ২২৯ ভোটের মধ্যে রোববার ভোট পড়েছে ১৮ হাজার ৪৫৬ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৭৬ দশমিক ১৭ শতাংশ। কাশিমনগরে ১২ হাজার ৫০৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ১০ হাজার ৪ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৮০ শতাংশ। ভোজগাতীতে ১০ হাজার ৭৭১ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ৬৯৮ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৮০ দশমিক ৭৫ শতাংশ। ঢাকুরিয়ায় ২১ হাজার ১৫৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৬ হাজার ৩২০ টি। এ ইউপিতে ভোট পড়েছে ৭৭ দশমিক ১৩ শতাংশ।

হরিদাসকাটিতে ১৯ হাজার ৫৭৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫ হাজার ৭১ টি। এখানে ভোট পড়েছে ৭৬ দশমিক ৯৮ শতাংশ। মনিরামপুর সদরে ৯ হাজার ৭৬৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ২৭২ টি। এ খানে ভোট পড়েছে ৮৪ দশমিক ৬৮ শতাংশ। খেদাপাড়ায় ২১ হাজার ৯১৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭ হাজার ১৫২ টি। এই ইউপিতে ভোট পড়েছে ৭৮ দশমিক ২৬ শতাংশ।

ঝাঁপায় ২২ হাজার ৪৮৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭ হাজার ২৯৩ টি। এখানে ভোট পড়েছে ৭৬ দশমিক ৯ শতাংশ। মশ্মিমনগরে ২৩ হাজার ৪৩৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৮ হাজার ২৭৭ টি। এ ইউপিতে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯৮ শতাংশ। চালুয়াহাটিতে ২২ হাজার ৮৮০ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৮ হাজার ১৩৭ টি। এই ইউপিতে ভোট পড়েছে ৭৯ দশমিক ২৭ শতাংশ। খানপুরে ২১ হাজার ৮৫৭ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭ হাজার ১১৪ টি। এখানে ভোট পড়েছে ৭৮ দশমিক ৩ শতাংশ।

দূর্বাডাঙায় ২০ হাজার ৭২ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫ হাজার ৭৬৪ টি। এ ইউপিতে ভোট পড়েছে ৭৮ দশমিক ৫৪ শতাংশ। কুলটিয়ায় ১৪ হাজার ৬৯৪ ভোটের মধ্যে ভোট পড়েছে ১১ হাজার ৭৬০ টি। এ ইউনিয়নে ভোট পড়েছে ৮০ শতাংশ। নেহালপুরে ১১ হাজার ৯১২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯ হাজার ৮৭৮ টি। এখানে ভোট পড়েছে ৮২ দশমিক ৯২ শতাংশ। মনোহরপুরে ৯ হাজার ৯৭২ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ২০৭ টি। এই ইউপিতে ভোট পড়েছে ৮২ দশমিক ৩ শতাংশ।

মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়া মনিরামপুরের মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল লক্ষণীয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত