Ajker Patrika

লঙ্কা সফরে বাদ পড়ে অবাক রুমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লঙ্কা সফরে বাদ পড়ে অবাক রুমানা

কদিন আগে হংকংয়ে ‘ফায়ারব্রেক’ নামের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে এসেছেন রুমানা আহমেদ। তিনি আশায় ছিলেন, এ মাসে শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলে থাকবেন। কদিন আগে বিসিবি মেয়েদের যে লঙ্কা সফরের দল দিয়েছে তাতে নেই রুমানা। নেই আরেক অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুনও।

রুমানা-সালমাকে ছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দল সর্বশেষ কবে খেলেছে, সেটি চট করে বলা কঠিন। দল ঘোষণার দিনে বিসিবির নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম জানিয়েছিলেন, সামনে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ ও শ্রীলঙ্কার কন্ডিশন ভাবনায় রেখে দুই সিনিয়র ক্রিকেটারকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে। কিন্তু এ বিশ্রামে অবাক রুমানা। গতকাল আজকের পত্রিকাকে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘আসলে কারণ জানা নেই। আমি মাত্র একটা টুর্নামেন্ট খেলে এসেছি। তার মানে আমি তো ফিট। ওখান থেকে এসে দেখি আমি দলে নেই। আমি নিজেই অবাক!’

রুমানার প্রশ্ন আছে সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পর্যাপ্ত সুযোগ না পাওয়া নিয়েও, ‘বিশ্বকাপে আমাকে ম্যাচ খেলিয়েছে দুটি, ওভার দিয়েছে ৪টা। ব্যাটিং কোনো পজিশন নেই। তাহলে আমার কাছে কী চাওয়া হচ্ছে দল থেকে?’ দলে সুযোগ না পাওয়া নিয়ে সালমা অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।

দুই সিনিয়র ক্রিকেটারের বিশ্রাম নিয়ে মঞ্জুরুল গতকাল বললেন, ‘রুমানা-সালমা এখনো আমাদের টপ লিস্টের খেলোয়াড়। ওরা বাদ নয়; ওদের অনেক অবদান আমাদের নারী ক্রিকেটে। তবে এটাও বুঝতে হবে, শ্রীলঙ্কায় ভয়াবহ গরম। হাসান ভাই (দলের লঙ্কান কোচ হাসান তিলকারত্নে) ওখানকার কন্ডিশন ভালো জানবেন।’

মঞ্জুরুল আরও যোগ করলেন, ‘তিনি (হাসান) বলেছেন, ওখানে ফিটনেস একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সর্বশেষ দুটি সিরিজ-টুর্নামেন্টে বিশ্লেষণ করে হাসান ভাই দেখেছেন, আমরা ১৪ থেকে ২০ ওভারে আটকে গেছি। শ্রীলঙ্কান কন্ডিশনে ব্যাটিংয়ে রানিং বিটুইন দ্য উইকেট, বোলিং ঠিক জায়গা বল ফেলতে হবে, ফিল্ডিংয়ে রানআউটের সুযোগ কাজে লাগাতে হবে। এসব করতেই ফিটনেস ভালো থাকা চাই।’

উল্লিখিত তিনটি জায়গায় রুমানা-সালমার ওপর যে আপাতত আস্থা রাখতে পারছে না ম্যানেজমেন্ট—সরাসরি না বললেও মঞ্জুরুলের কথায় পরোক্ষভাবে সেটিই আসছে, ‘ওখানে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যত যাই বলুন তরুণ ক্রিকেটার দরকার। আমাদের মেয়েদের সেই অবস্থা নেই যে স্লগ ওভারে ৩-৪টা চার মারবে। আমরা সর্বশেষ বিশ্বকাপে প্রতিপক্ষকে প্রচুর ২ রান করতে দিয়েছি। যেখানে ১-২টা রানআউট করতে পারিনি।’

শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ। এই সিরিজ থেকে পয়েন্ট নেওয়ার লক্ষ্য তো আছেই, মঞ্জুরুল জানালেন, এ বছর ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখেও তাঁদের খেলোয়াড় তৈরি রাখতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত