Ajker Patrika

অবৈধ সংযোগে বাড়ছে সংকট

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫: ২০
অবৈধ সংযোগে বাড়ছে সংকট

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) পানির বৈধ গ্রাহক রয়েছেন প্রায় ১৬ হাজার। প্রতিদিন তাঁদের পানির চাহিদা আট কোটি লিটার। এর মধ্যে সিটি করপোরেশন সরবরাহ করে থাকে মাত্র পাঁচ কোটি লিটার। ফলে এমনিতেই পানির তীব্র সংকট রয়েছে নগরজুড়ে। এর মধ্যে অবৈধ সংযোগের কারণে সংকট আরও তীব্র হচ্ছে।

এ ছাড়া বৈধ প্রায় আট হাজার সংযোগে প্রতিদিন ২ কোটি লিটারের বেশি পানি অপচয় হচ্ছে বলে জানা গেছে।

সিসিক সূত্র জানিয়েছে সংযোগের ক্ষেত্রে হাফ ইঞ্চি পানির লাইনের অনুমোদন দিয়ে অনেকে অতিরিক্ত মাপের পাইপ ব্যবহার করেছেন। এ ছাড়া বাসা-বাড়িতে পানির লাইন নিয়ে এর বাণিজ্যিক ব্যবহারের অভিযোগও আছে। এসব কারণে নগরে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট।

এ বিষয়ে এবার কঠোর অবস্থানে সিসিক। ৩০ জানুয়ারি মধ্যে অবৈধ সংযোগ অনুমোদনের সুযোগ দিচ্ছে করপোরেশন। এরপর শুরু হবে সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান।

সিটি করপোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর বলেন, ‘প্রতিদিন বৈধ গ্রাহকের চাহিদার পানি সরবরাহে হিমশিম খেতে হচ্ছে। অবৈধ গ্রাহকের কারণে দৈনিক প্রায় ২ কোটি লিটার পানির ঘাটতি দেখা দিয়েছে। অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে আমরা কঠোর অভিযান শুরু করব। যাদের অবৈধ সংযোগ আছে তাঁরা তা বৈধ করলে আমরা আরও ভালো সেবা দিতে পারব।’

নির্বাহী প্রকৌশলী আলী আকবর আরও বলেন, প্রতি মাসে পানি সরবরাহে সিটি করপোরেশনের গড়ে ১ কোটি ৮ লাখ টাকা খরচ হয়। এর বিপরীতে গ্রাহকদের কাছ থেকে গড়ে প্রতি মাসে ৪৮ থেকে ৪৯ লাখ টাকা আদায় হয়। আর পানি বাবদ বকেয়া পড়ে আছে ১২ থেকে ১৩ কোটি টাকা। এর প্রেক্ষিতে গত বছরের ২১ জুন সিটি করপোরেশনের সাধারণ সভায় মাসিক পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

কিন্তু বর্ধিত পানির বিল নিয়ে আন্দোলন শুরু করেন নগরীর বাসিন্দারা। ফলে পানির বিল কমাতে বাধ্য হয় সিসিক।

গত বুধবার সংবাদ সম্মেলন করে পানির বিল কমানোর ঘোষণা দেন মেয়র।

সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা অবৈধভাবে পানির সংযোগ নিয়েছেন তাঁরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে অনুমোদন করিয়ে নিতে পারবেন। ৩০ জানুয়ারির পর সিসিকের অভিযানে অবৈধ সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ভবিষ্যতে সিসিক পানির বিলের জন্য ডিজিটাল মিটার স্থাপন করবে বলে জানান মেয়র আরিফুল হক চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত