Ajker Patrika

কাল থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
কাল থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে সেমিনার, মাস্টারক্লাস ও সম্মাননা প্রদান। বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।

এবারের উৎসবে মোট ৭টি ভেন্যুতে প্রদর্শনী চলবে। মূল ভেন্যু বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যশালা মিলনায়তন এবং চিত্রশালা মিলনায়তন। জমা পড়া ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেছে। এর মাঝে রয়েছে অস্কার, কান, সানড্যান্স, বার্লিন, বুসানসহ অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৭০টি চলচ্চিত্র।

সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় এবার যৌথভাবে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন মানজারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। এবারের উৎসব বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত