Ajker Patrika

অবশেষে মিলল শ্রমের মজুরি

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ০৫
অবশেষে মিলল শ্রমের মজুরি

তারাগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের অবশেষে ফোনের দিকে অধীর আগ্রহে চেয়ে থাকার অবসান ঘটেছে। মোবাইল ব্যাংকিং হিসাবে জমা হয়েছে শ্রমের মজুরির টাকা।

উপজেলার শ্রমিকেরা ৪০ দিনের এই প্রকল্পের কাজ শেষ করেও মজুরি পাচ্ছিলেন না। এ নিয়ে ১১ মার্চ আজকের পত্রিকায় ‘মাটি কাটি আর মোবাইল দেখি, টাকা আইসোছে না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাঁচ ইউনিয়নের ৯০০ শ্রমিক কর্মসৃজন প্রকল্পের আওতায় ১৫ জানুয়ারি থেকে কাজ শুরু করেন। দৈনিক মজুরি হিসেবে প্রতিজন শ্রমিক পান ৪০০ টাকা ও দলনেতা ৪৫০ টাকা। আগের বছরগুলোয় প্রতি সপ্তাহে ব্যাংকে মজুরির টাকা পাওয়া গেলেও এবার ফোনে টাকা দেওয়ার নিয়ম চালু করা হয়। নতুন নিয়মে ৪০ দিনের কর্মসূচি শেষ হলেও শ্রমিকেরা টাকা পাচ্ছিলেন না।

এখন টাকা পেয়ে ইকরচালী হাজীপাড়া গ্রামের আয়নাল হোসেন বলেন, ‘২২ তারিখ মোবাইলোত মেসেজ আলছে। বেটিটা পড়ি দেখে ১২ হাজার টাকা। পেপারোত নেখানেখি না করলে মনে হয় এ্যালাও টাকা পাইনো না হয়। ৪০ দিন কেমন করি সংসার চালাছি মন জানে। টাকা আলছে হামরা খুব খুশি।’

কথা হয় প্রামাণিকপাড়া গ্রামের গৃহবধূ বেবি বেগমের সঙ্গে। তিনি জানান, গত কয়েক দিন যে কষ্ট করতে হয়েছে তা আগে আর কখনো হয়নি। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় দোকানদার বাকি দেননি। ঋণ করে খরচ চালাতে হয়েছে। আগে কাজ শুরুর সাত দিন পর টাকা দিয়েছিল। এবার পুরো কাজ শেষ করে টাকা পেয়েছেন। মোবাইল হিসাব থেকে টাকা বের করে এখন ধার শোধ করছেন।

তবে এখনো পুরো টাকা পাওয়া যায়নি বলে জানান, ছুট মেনানগর গ্রামের আরেক শ্রমিক নাসির উদ্দিন। তিনি বলেন, ‘৩০ দিনের টাকা ১২ হাজার পাইনো। বাকি ১০ দিনের টাকা যে কোন দিন পাব তাক জানি না। সরকারি কাম এবার বাকিতে কইরার নাগছে। মোবাইলের থাকি হামার ব্যাংকে ভালো আছলো।’

এ বিষয়ে পিআইও আলতাফ হোসেন বলেন, ‘প্রযুক্তিগত জটিলতায় শ্রমিকেরা মজুরির টাকা না পাওয়ায় কষ্টে ছিলেন। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছিলাম যেন তাঁরা দ্রুত টাকা পান। গত সপ্তাহ থেকে মোবাইল ফোনের হিসাব নম্বরে শ্রমিকদের ৩০ দিনের মজুরি ১২ হাজার করে টাকা পাঠানো হয়েছে। বাকি ১০ দিনের বিল প্রস্তুত চলছে। খুব শিগগিরই তাঁরা টাকা পেয়ে যাবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত