Ajker Patrika

আলামিনকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
আলামিনকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ

মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আলামিনের (২১) মরদেহ গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, ইজিবাইক চালক আলামিন (ইজিবাইকসহ) গত বৃহস্পতিবার রাত ৮টার পর নিখোঁজ হন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পাশ থেকে আলামিনের ব্যাটারিহীন ইজিবাইক উদ্ধার হয়। গত শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া থানা-পুলিশ ইজিবাইক চালক আলামিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বাঘারপাড়া উপজেলার বুধইপুর এলাকার রাস্তার পাশে বাগান থেকে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আলামিন আট মাস আগে বিয়ে করেছেন। আলামিনের পিতা (মোস্তাফিজুর) দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তান আলামিন । দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে।

হরিশপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আলামিনের ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে তাঁকে হত্যা করল কেন? আর ইজিবাইক ছিনতাই করলেও ইজিবাইক ফেলে রেখে গেল কেন? বিষয়টা আমাদের খুব ভাবাচ্ছে।’

আলামিনের মা রেখা বেগম অভিযোগের সুরে বলেন, ‘আলামিনের বাড়িতে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। আলামিনের সৎমা হালিমা সব জমি আত্মসাৎ ও আলামিনের বাবার পরিবারে ফিরে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করতে পারে। কারণ সবকিছুরই বাধা ছিল আমার ছেলে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ছেলের খুনিদের বিচার চাই।’

মুস্তাফিজুর রহমান (আলামিনের পিতা) বলেন, ‘আলামিনই পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিল। ইজিবাইক নিবে নিক, আমার ছেলেকে কেন মারল? ইজিবাইক নিয়ে যাবি যা, আমার ছেলের জীবনটা কেন নিলে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’

আলামিনের স্ত্রী পিন্জীরা বেগম বলেন, ‘আমার কারোর প্রতি সন্দেহ নেই। আমার স্বামীর খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, শালিখার ইজিবাইক চালক হত্যার তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত