শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আলামিনের (২১) মরদেহ গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ইজিবাইক চালক আলামিন (ইজিবাইকসহ) গত বৃহস্পতিবার রাত ৮টার পর নিখোঁজ হন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পাশ থেকে আলামিনের ব্যাটারিহীন ইজিবাইক উদ্ধার হয়। গত শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া থানা-পুলিশ ইজিবাইক চালক আলামিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বাঘারপাড়া উপজেলার বুধইপুর এলাকার রাস্তার পাশে বাগান থেকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলামিন আট মাস আগে বিয়ে করেছেন। আলামিনের পিতা (মোস্তাফিজুর) দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তান আলামিন । দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে।
হরিশপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আলামিনের ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে তাঁকে হত্যা করল কেন? আর ইজিবাইক ছিনতাই করলেও ইজিবাইক ফেলে রেখে গেল কেন? বিষয়টা আমাদের খুব ভাবাচ্ছে।’
আলামিনের মা রেখা বেগম অভিযোগের সুরে বলেন, ‘আলামিনের বাড়িতে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। আলামিনের সৎমা হালিমা সব জমি আত্মসাৎ ও আলামিনের বাবার পরিবারে ফিরে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করতে পারে। কারণ সবকিছুরই বাধা ছিল আমার ছেলে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ছেলের খুনিদের বিচার চাই।’
মুস্তাফিজুর রহমান (আলামিনের পিতা) বলেন, ‘আলামিনই পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিল। ইজিবাইক নিবে নিক, আমার ছেলেকে কেন মারল? ইজিবাইক নিয়ে যাবি যা, আমার ছেলের জীবনটা কেন নিলে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’
আলামিনের স্ত্রী পিন্জীরা বেগম বলেন, ‘আমার কারোর প্রতি সন্দেহ নেই। আমার স্বামীর খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, শালিখার ইজিবাইক চালক হত্যার তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আলামিনের (২১) মরদেহ গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ইজিবাইক চালক আলামিন (ইজিবাইকসহ) গত বৃহস্পতিবার রাত ৮টার পর নিখোঁজ হন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পাশ থেকে আলামিনের ব্যাটারিহীন ইজিবাইক উদ্ধার হয়। গত শনিবার সকাল ১১টায় বাঘারপাড়া থানা-পুলিশ ইজিবাইক চালক আলামিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বাঘারপাড়া উপজেলার বুধইপুর এলাকার রাস্তার পাশে বাগান থেকে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আলামিন আট মাস আগে বিয়ে করেছেন। আলামিনের পিতা (মোস্তাফিজুর) দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর সন্তান আলামিন । দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে।
হরিশপুর এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আলামিনের ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্য থাকলে তাঁকে হত্যা করল কেন? আর ইজিবাইক ছিনতাই করলেও ইজিবাইক ফেলে রেখে গেল কেন? বিষয়টা আমাদের খুব ভাবাচ্ছে।’
আলামিনের মা রেখা বেগম অভিযোগের সুরে বলেন, ‘আলামিনের বাড়িতে জমিজমা সংক্রান্ত ঝামেলা চলছিল। আলামিনের সৎমা হালিমা সব জমি আত্মসাৎ ও আলামিনের বাবার পরিবারে ফিরে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করতে পারে। কারণ সবকিছুরই বাধা ছিল আমার ছেলে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি ছেলের খুনিদের বিচার চাই।’
মুস্তাফিজুর রহমান (আলামিনের পিতা) বলেন, ‘আলামিনই পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ছিল। ইজিবাইক নিবে নিক, আমার ছেলেকে কেন মারল? ইজিবাইক নিয়ে যাবি যা, আমার ছেলের জীবনটা কেন নিলে। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।’
আলামিনের স্ত্রী পিন্জীরা বেগম বলেন, ‘আমার কারোর প্রতি সন্দেহ নেই। আমার স্বামীর খুনিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, শালিখার ইজিবাইক চালক হত্যার তদন্ত চলছে। হত্যাকারীদের শনাক্তে কাজ চলছে। এখনো কাউকে আটক করা হয়নি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫