Ajker Patrika

ইসলাম গ্রহণে বলপ্রয়োগ নয়

ড. এ এন এম মাসউদুর রহমান
আপডেট : ০১ জুন ২০২২, ১৬: ১৮
ইসলাম গ্রহণে বলপ্রয়োগ নয়

ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। যে এর সুধা পান করেছে সে দোজাহানে ধন্য হয়েছে। নবী-রাসুল ও ইসলাম প্রচারকদের বৈশিষ্ট্য হলো, তারা অন্য ধর্মাবলম্বীদের ইসলামের মর্মবাণী সাবলীলভাবে বুঝিয়ে থাকেন এবং সুন্দরভাবে দাওয়াত দেন। আল্লাহ তাআলা তাঁর নবীকে লক্ষ্য করে বলেন, ‘তুমি তোমার রবের পথে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করো।’ (সুরা নাহল: ১২৫)

তাঁরা কখনো কারও ওপর চাপ প্রয়োগ করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি অথবা এ ব্যাপারে বাড়াবাড়ি করেননি। বরং মহানুভবতা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের প্রতি তাদের আকৃষ্ট করেছেন। আল্লাহ বলেন, ‘দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে।’ (সুরা বাকারা: ২৫৬) তিনি আরও বলেন, ‘আর তুমি তাদের ওপর কোনো বলপ্রয়োগকারী নও। সুতরাং যে আমার ধমককে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও। (সুরা কাফ: ৪৫) তিনি আরও বলেন, ‘অতএব, তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র। তুমি তাদের ওপর শক্তি প্রয়োগকারী নও।’ (সুরা গাশিয়া: ২১-২২)

নবী-রাসুল ও ধর্মপ্রচারকদের দায়িত্ব কেবল অবস্থার চাহিদানুসারে অন্যকে উপদেশ দেওয়া এবং আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর উপদেশ যদি ফলপ্রসূ হয় তাহলে উপদেশ দাও; যে ভয় করে সেই উপদেশ গ্রহণ করে। আর নিতান্ত হতভাগ্যই তা এড়িয়ে যাবে। (সুরা আলা: ৯-১১) তিনি আরও বলেন, ‘আর যদি তোমরা তার আনুগত্য করো, তবে তোমরা হেদায়াতপ্রাপ্ত হবে। আর রাসুলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। (সুরা নুর: ৫৪)

তাই ইসলাম গ্রহণে কোনো চাপ বা বলপ্রয়োগ নয়, বরং সুন্দর ব্যবহার ও উদারতার মাধ্যমে অন্যদের ইসলামে আকৃষ্ট করাই ধর্মপ্রচারকদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।

লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত