Ajker Patrika

ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

বিয়ানীবাজার প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ০৫
ইউপি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য ইউনিয়নগুলোতে পাঁচজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

এদের মধ্যে উপজেলার মাথিউরা ও মুল্লাপুর ইউনিয়নে স্থানীয় নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. কামাল হোসেন, দুবাগ ও শেওলা ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, কুড়ারবাজার ও মুড়িয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, আলীনগর ও চারখাই ইউনিয়নে উপজেলা শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া এবং তিলপাড়া ও লাউতা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১০ ইউপির দায়িত্বে পাঁচজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি, বিয়ানীবাজারবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত