ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে জনসংযোগ ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চায়ের দোকানে চলেছে পছন্দের প্রার্থীর পক্ষে-বিপক্ষে ভোটারদের যুক্তিতর্ক।
সরেজমিন দেখা যায়, উপজেলার সব প্রার্থী প্রচারে ব্যস্ত রয়েছেন। তাঁরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি ও কুশলবিনিময় করছেন। ভোট প্রার্থনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তফসিল অনুযায়ী শেষ সময় পর্যন্ত চলবে এ প্রচার। অনেকে লোকসমাগম ও মহড়ার মাধ্যমে ভোটারের কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারণ ইউপি সদস্য পদে ২১৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জনসহ মোট ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৫৭টি কেন্দ্রে ৪০ হাজার ৭৭৭ জন পুরুষ ও ৪০ হাজার ৯৮৩ জন নারীসহ মোট ৮১ হাজার ৭৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর
মধ্যে কঞ্চিপাড়া ইউনিয়নে ২০ হাজার ৯৭৬ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট দেবেন।
জানা যায়, কঞ্চিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন সোহেল রানা শালু (নৌকা), আবদুল মান্নান (হাতপাখা), রাজিব রায়হান (আনারস), রেজাউল করিম (অটোরিকশা), রেদওয়ান আশরাফ হোসেন (টেবিল ফ্যান), মেহেদী হাসান (দুটি পাতা), লিটন মিয়া (চশমা), রফিকুল ইসলাম (ঘোড়া), সাবিনা ইয়াসমিন শম্পা (টেলিফোন) ও গোলাম কিবরিয়া সবুজ (মোটরসাইকেল)।
উড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন গোলাম মোস্তফা কামাল পাশা (নৌকা), দেলোয়ার হোসেন (হাতপাখা), মোসলেম উদ্দিন (চশমা), আব্দুল হামিদ সরকার (আনারস), মোজাম্মেল হক (ঘোড়া), আহসান হাবীব (মোটরসাইকেল)।
উদাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আসাদুজ্জামান বাদশা (নৌকা), আল আমিন আহমেদ (লাঙল), শহিদুল ইসলাম (ঘোড়া), টিটু মিয়া (আনারস) ও শাহিন মিয়া (মোটরসাইকেল)।
গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন ইউনুছ আলী (নৌকা), খোরশেদ আলী খান (চশমা), মনিরুল ইসলাম টিপু (ঘোড়া), শামছুল আলম (মোটরসাইকেল) ও হাবিবুর রহমান হবি (আনারস)।
ফুলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান
পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আজহারুল হান্নান (নৌকা), আব্দুল গফুর মণ্ডল (মোটরসাইকেল), এম এ সবুর সরকার (ঘোড়া) ও ইসমাঈল হোসেন (আনারস)।
এরেন্ডাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবদুল মান্নান আকন্দ (নৌকা), জাহিদ হাসান (হাতপাখা), আবদুল মতিন মণ্ডল (চশমা), মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (ঘোড়া), শফিকুল ইসলাম (আনারস) ও আব্দুল ওয়াহাব (মোটরসাইকেল)।
পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। ভোটারদের দ্বারে দ্বারে জনসংযোগ ও প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চায়ের দোকানে চলেছে পছন্দের প্রার্থীর পক্ষে-বিপক্ষে ভোটারদের যুক্তিতর্ক।
সরেজমিন দেখা যায়, উপজেলার সব প্রার্থী প্রচারে ব্যস্ত রয়েছেন। তাঁরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। ভোটারের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি ও কুশলবিনিময় করছেন। ভোট প্রার্থনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তফসিল অনুযায়ী শেষ সময় পর্যন্ত চলবে এ প্রচার। অনেকে লোকসমাগম ও মহড়ার মাধ্যমে ভোটারের কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ছয় ইউপিতে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারণ ইউপি সদস্য পদে ২১৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জনসহ মোট ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৫৭টি কেন্দ্রে ৪০ হাজার ৭৭৭ জন পুরুষ ও ৪০ হাজার ৯৮৩ জন নারীসহ মোট ৮১ হাজার ৭৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর
মধ্যে কঞ্চিপাড়া ইউনিয়নে ২০ হাজার ৯৭৬ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট দেবেন।
জানা যায়, কঞ্চিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন সোহেল রানা শালু (নৌকা), আবদুল মান্নান (হাতপাখা), রাজিব রায়হান (আনারস), রেজাউল করিম (অটোরিকশা), রেদওয়ান আশরাফ হোসেন (টেবিল ফ্যান), মেহেদী হাসান (দুটি পাতা), লিটন মিয়া (চশমা), রফিকুল ইসলাম (ঘোড়া), সাবিনা ইয়াসমিন শম্পা (টেলিফোন) ও গোলাম কিবরিয়া সবুজ (মোটরসাইকেল)।
উড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন গোলাম মোস্তফা কামাল পাশা (নৌকা), দেলোয়ার হোসেন (হাতপাখা), মোসলেম উদ্দিন (চশমা), আব্দুল হামিদ সরকার (আনারস), মোজাম্মেল হক (ঘোড়া), আহসান হাবীব (মোটরসাইকেল)।
উদাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আসাদুজ্জামান বাদশা (নৌকা), আল আমিন আহমেদ (লাঙল), শহিদুল ইসলাম (ঘোড়া), টিটু মিয়া (আনারস) ও শাহিন মিয়া (মোটরসাইকেল)।
গজারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ২৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন ইউনুছ আলী (নৌকা), খোরশেদ আলী খান (চশমা), মনিরুল ইসলাম টিপু (ঘোড়া), শামছুল আলম (মোটরসাইকেল) ও হাবিবুর রহমান হবি (আনারস)।
ফুলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান
পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আজহারুল হান্নান (নৌকা), আব্দুল গফুর মণ্ডল (মোটরসাইকেল), এম এ সবুর সরকার (ঘোড়া) ও ইসমাঈল হোসেন (আনারস)।
এরেন্ডাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আবদুল মান্নান আকন্দ (নৌকা), জাহিদ হাসান (হাতপাখা), আবদুল মতিন মণ্ডল (চশমা), মুক্তিযোদ্ধা আজিজুর রহমান (ঘোড়া), শফিকুল ইসলাম (আনারস) ও আব্দুল ওয়াহাব (মোটরসাইকেল)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪