Ajker Patrika

বাবা, ছেলে ও মেয়ের গল্প

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ০৯: ০২
বাবা, ছেলে ও মেয়ের গল্প

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন তারিক আনাম খান, মৌসুমী ও তৌসিফ মাহবুব। তারিক আনাম খান বাবা, মৌসুমী তাঁর মেয়ে আর তৌসিফ ছেলে। মূলত বাবা, ছেলে আর মেয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘সন্ধ্যে নামার আগে’। সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার।

নির্মাতা জানিয়েছেন, সম্পর্কের টানাপোড়েন আর বাবার সঙ্গে সন্তানদের মধুর সম্পর্কটাকেই তুলে ধরার চেষ্টা হয়েছে এই নাটকে। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

তারিক আনাম খান বলেন, ‘আমার অভিনীত চরিত্রটির নাম মতিউর রহমান। মৌসুমী ও তৌসিফ আগেও আমার সঙ্গে অভিনয় করেছে, তবে ভিন্ন ভিন্ন নাটকে। এবারই প্রথম আমরা তিনজন একসঙ্গে একই নাটকে অভিনয় করলাম। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফও এই প্রজন্মের ভালো অভিনেতা। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। আশা করছি, দর্শকের কাছেও উপভোগ্য হবে ঈদের নাটকটি।’

নাটকে মৌসুমী অভিনয় করেছেন মেয়ে সামিয়া চরিত্রে। মৌসুমী বলেন, ‘তারিক আনাম ভাই এ দেশের একজন গুণী শিল্পী। তাঁর সঙ্গে অভিনয় করলে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ আসে। আর তৌসিফ লক্ষ্মী একটা ছেলে। ভালো অভিনয় করে, মন দিয়ে অভিনয় করলে আরও ভালো করবে।’

ছেলে সাম্যর চরিত্রে অভিনয় করা তৌসিফ বলেন, ‘যাঁদের অভিনয় দেখে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছি, তাঁদের সঙ্গে অভিনয় করতে পারাটা সত্যিই আনন্দের, সৌভাগ্যের। “সন্ধ্যে নামার আগে” নাটকে তারিক আনাম খান স্যার ও মৌসুমী আপুর মতো দুজন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করাটা আমার অভিনয়জীবনের বড় প্রাপ্তি হয়ে থাকল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...