খুলনা প্রতিনিধি
খুলনা জেনারেল হাসপাতালের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা শুধু সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত এসেই আটকে আছে। এ দুর্নীতি তদন্তে স্বাস্থ্য বিভাগের গঠিত বিভাগীয় কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। তবে সুষ্ঠু তদন্তের আশ্বাসে তদন্তের সময় বাড়ানো হয়েছে। অন্যদিকে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত পৌঁছালেও এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
খুলনা সিভিল সার্ভিস অফিস সূত্রে জানা যায়, গত বছর জুলাই মাস থেকে খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামী, বুথে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়। নমুনা পরীক্ষার দায়িত্বে ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ। প্রতিদিন রোগীর নমুনা পরীক্ষার বিপরীতে অনেক কমসংখ্যক মানুষের নাম লিপিবদ্ধ করতেন। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারেন। তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অনিয়মের কথা স্বীকার করেন। তিনি জানান, নমুনা পরীক্ষা বাবদ ২ কোটি ৯৮ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও তিনি মাত্র ১ কোটি ৬৬ লাখ টাকা জমা দিয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জনের সন্দেহ হলে প্রকাশ কুমারের কাছে চিঠি দিয়ে চলতি বছরের এপ্রিলে লিখিত হিসাব চাওয়া হয়। তবে হিসাব না দিয়ে তিনি কালক্ষেপণ করতে থাকেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি কমিটির কাছে হিসাব না দিয়ে আত্মগোপনে চলে যান। এ ব্যাপারে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের জন্য এ মাসের ১৮ অক্টোবর থেকে ১৫ দিনের সময় চেয়েছে। আগামী ৪ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা। অভিযুক্ত প্রকাশ কুমার ধরা পড়লেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
খুলনা জেনারেল হাসপাতালের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনা শুধু সাধারণ ডায়েরি (জিডি) পর্যন্ত এসেই আটকে আছে। এ দুর্নীতি তদন্তে স্বাস্থ্য বিভাগের গঠিত বিভাগীয় কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। তবে সুষ্ঠু তদন্তের আশ্বাসে তদন্তের সময় বাড়ানো হয়েছে। অন্যদিকে বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত পৌঁছালেও এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
খুলনা সিভিল সার্ভিস অফিস সূত্রে জানা যায়, গত বছর জুলাই মাস থেকে খুলনা জেনারেল হাসপাতালে বিদেশগামী, বুথে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়। নমুনা পরীক্ষার দায়িত্বে ছিলেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাশ। প্রতিদিন রোগীর নমুনা পরীক্ষার বিপরীতে অনেক কমসংখ্যক মানুষের নাম লিপিবদ্ধ করতেন। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পারেন। তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অনিয়মের কথা স্বীকার করেন। তিনি জানান, নমুনা পরীক্ষা বাবদ ২ কোটি ৯৮ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও তিনি মাত্র ১ কোটি ৬৬ লাখ টাকা জমা দিয়েছেন।
এ বিষয়ে সিভিল সার্জনের সন্দেহ হলে প্রকাশ কুমারের কাছে চিঠি দিয়ে চলতি বছরের এপ্রিলে লিখিত হিসাব চাওয়া হয়। তবে হিসাব না দিয়ে তিনি কালক্ষেপণ করতে থাকেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি কমিটির কাছে হিসাব না দিয়ে আত্মগোপনে চলে যান। এ ব্যাপারে খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বলেন, তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের জন্য এ মাসের ১৮ অক্টোবর থেকে ১৫ দিনের সময় চেয়েছে। আগামী ৪ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়ার কথা। অভিযুক্ত প্রকাশ কুমার ধরা পড়লেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫