Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০: ৫৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞান

১। ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কোন কালকে বেছে নেওয়া হয়েছে?

(ক) শৈশব কাল (খ) কৈশোর কাল

(গ) যৌবনকাল (ঘ) সমগ্র জীবন

২। দেশের কয়টি সরকারি ও বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে?

(ক) ১৫টি (খ) ২০টি

(গ) ২২টি (ঘ) ২৫টি

৩। মাছ চাষে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

(ক) দ্বিতীয় (খ) তৃতীয়

(গ) চতুর্থ (ঘ) পঞ্চম

৪। শতকের সাক্ষী ‘লাল মসজিদ’ কোথায় অবস্থিত?

(ক) ঢাকার কেরানীগঞ্জে

(খ) ঢাকার নাজিমুদ্দিন রোডে

(গ) খুলনার বাগেরহাটে

(ঘ) চাঁপাইনবাবগঞ্জে

৫। দেশে বর্তমানে বাল্যবিবাহের হার কত শতাংশ?

(ক) ১৩ শতাংশ (খ) ৩৯ শতাংশ

(গ) ৪৯ শতাংশ (ঘ) ৫৯ শতাংশ

৬। কোন দুজনকে ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদানের জন্য ঘোষণা দেওয়া হয়েছে?

(ক) সেলিনা হোসেন ও সিরাজুল ইসলাম চৌধুরী

(খ) আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ

(গ) রাবেয়া খাতুন ও মাহমুদ আখতার শরীফ

(ঘ) অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও পাপড়ি রহমান

৭। আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত বাংলাদেশের ছবিগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে?

(ক) রেহানা মরিয়ম নূর

(খ) নো ল্যান্ডস ম্যান

(গ) পায়ের তলায় মাটি নাই

(ঘ) অন্যদিন

৮। বাংলাদেশে গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত নারীদের কত শতাংশ বিরূপ প্রতিক্রিয়ার শিকার?

(ক) ৩৫ শতাংশ (খ) ৪৫ শতাংশ

(গ) ৪৬ শতাংশ (ঘ) ৪৮ শতাংশ

৯। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

(ক) ২০ ভাগ (খ) ২৫ ভাগ

(গ) ২৭ ভাগ (ঘ) ৩০ ভাগ

১০। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন করে?

(ক) চাকমা (খ) মণিপুরি

(গ) খাসিয়া (ঘ) গারো

১১। পদ্মা সেতুর নির্মাণকাজের উদ্বোধন কোন সালে করা হয়?

(ক) ১৩ অক্টোবর ২০১৫

(খ) ১৩ নভেম্বর ২০১৫

(গ) ১০ ডিসেম্বর ২০১৫

(ঘ) ১২ ডিসেম্বর ২০১৫

১২। আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি কত সালে একত্র হয়?

(ক) ১৯৯০ (খ) ১৯৯৩

(গ) ১৯৯৫ (ঘ) ১৯৯৯

১৩। এশিয়ায় আলোচিত ১০টি ছবির মধ্যে কয়টি বাংলাদেশের?

(ক) ২টি (খ) ৩টি

(গ) ৪টি (ঘ) ৫টি

১৪। মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল কবে থেকে শুরু হবে?

(ক) ১০ জানুয়ারি, ২০২২

(খ) ৭ মার্চ, ২০২২

(গ) ২৬ মার্চ, ২০২২

(ঘ) ১৬ ডিসেম্বর, ২০২২

১৫। ডিসেম্বর, ২০২১ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী ছিল?

(ক) বুলবুল (খ) আম্পান

(গ) জাওয়াদ (ঘ) রাই

১৬। কত সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়?

(ক) ১৯০৭ (খ) ১৯১৭

(গ) ১৯২৭ (ঘ) ১৯৩৭

১৭। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় কত সালে?

(ক) ১৯৭২ (খ) ১৯৭৩

(গ) ১৯৭৪ (ঘ) ১৯৭৫

১৮। বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালি কোনটি?

(ক) কর্ণফুলী-মেঘনা

(খ) পদ্মা-যমুনা

(গ) সুরমা-মেঘনা

(ঘ) করতোয়া-তিস্তা

১৯। ‘তাজিংডং’ পর্বতশৃঙ্গটি কোন জেলায় অবস্থিত?

(ক) খাগড়াছড়ি (খ) বান্দরবান

(গ) রাঙামাটি (ঘ) চট্টগ্রাম

২০। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সাম্প্রতিক কালে কোন ছবির শুটিং চলছে?

(ক) উত্তোলিত তর্জনী

(খ) চিরঞ্জীব মুজিব

(গ) টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা

(ঘ) বঙ্গবন্ধু

[উত্তর আগামী সংখ্যায়]

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত