সম্পাদকীয়
এই অপূর্ব মর্যাদার সামনে দাঁড়িয়ে কী করতে পারি আজ আমি? আমার পা যেন আর মাটিতে গাঁথা নেই। আকাশে উড়ছে আর মাথা ঘুরছে বনবন করে। নিজেকে নিজের মধ্যে ধরে রাখা সহজ নয় এখন।
আসলে আমি যা ছিলাম, তা-ই রয়েছি; কিন্তু আমার দেশের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, সম্মান বর্ষিত হচ্ছে, তাতে আমি অভিভূত। কয়েক মিনিট আগেই এই হলে আমাদের জাতীয় সংগীত বাজার সময়েও যা টের পাওয়া গেল।এমনটা নয় যে এই প্রথম আমার মাটি থেকে পা উঠল।
সেই যৌবনকালেও কতবারই না এমনটা ঘটেছে। কারই-বা যৌবনে তা ঘটেনি? তবে সেই সব সংরক্ষণশীল যুবকের কাছে অবশ্য এই অনুভূতিটা বেশ আশ্চর্যের, যাঁরা জন্ম থেকেই বুড়ো, যাঁরা ভেসে যাওয়ার মানেই জানেন না। সেই সব যুবক-যুবতীর চেয়ে দুর্ভাগা আর কেই-বা আছেন, যাঁরা অকালপক্বের মতো অল্প বয়সেই সাবধানি, খুঁতখুঁতে এবং কাঠখোট্টা? তবে ঈশ্বর জানেন, বেশি বয়সেও অনেক সুযোগ আসে ভেসে যাওয়ার। নিজেকে না বদলে নিজের মতো করে থাকতে পারলে মন্দ কী!
যা-ই হোক, আমি আমার এই মেঠো জ্ঞান অধিক বিতরণ করতে চাই না—এই অত্যন্ত বিশিষ্ট শ্রোতাদের সামনে, বিশেষ করে এমন একটা সময়ে যখন আমার পরই বলতে উঠবেন বিজ্ঞান শাখার বিজয়ীরা। তাই আমি শিগগিরই শেষ করব, তবে এটাও বলব যে আজ আমার এক বিরাট দিন।
আপনাদের বিচারে আজ আমাকে বেছে নেওয়া হয়েছে হাজার হাজার জনের মধ্য থেকে, আমার মাথায় মুকুট পরানো হয়েছে। আমার দেশের পক্ষ থেকে আমি সুইডিশ একাডেমি এবং গোটা সুইডেনকে ধন্যবাদ জানাই এই বিরল সম্মান দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে এই বিরাট সম্মানের ভারে আমার মাথা নুয়ে আসছে ঠিকই, কিন্তু আমি গর্বিত এই ভেবে যে আপনাদের একাডেমি এই সম্মান বহনের মতো চওড়া কাঁধ আমার মধ্যে দেখতে পেয়েছে।
ন্যুট হ্যামসন ১৯২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
এই অপূর্ব মর্যাদার সামনে দাঁড়িয়ে কী করতে পারি আজ আমি? আমার পা যেন আর মাটিতে গাঁথা নেই। আকাশে উড়ছে আর মাথা ঘুরছে বনবন করে। নিজেকে নিজের মধ্যে ধরে রাখা সহজ নয় এখন।
আসলে আমি যা ছিলাম, তা-ই রয়েছি; কিন্তু আমার দেশের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, সম্মান বর্ষিত হচ্ছে, তাতে আমি অভিভূত। কয়েক মিনিট আগেই এই হলে আমাদের জাতীয় সংগীত বাজার সময়েও যা টের পাওয়া গেল।এমনটা নয় যে এই প্রথম আমার মাটি থেকে পা উঠল।
সেই যৌবনকালেও কতবারই না এমনটা ঘটেছে। কারই-বা যৌবনে তা ঘটেনি? তবে সেই সব সংরক্ষণশীল যুবকের কাছে অবশ্য এই অনুভূতিটা বেশ আশ্চর্যের, যাঁরা জন্ম থেকেই বুড়ো, যাঁরা ভেসে যাওয়ার মানেই জানেন না। সেই সব যুবক-যুবতীর চেয়ে দুর্ভাগা আর কেই-বা আছেন, যাঁরা অকালপক্বের মতো অল্প বয়সেই সাবধানি, খুঁতখুঁতে এবং কাঠখোট্টা? তবে ঈশ্বর জানেন, বেশি বয়সেও অনেক সুযোগ আসে ভেসে যাওয়ার। নিজেকে না বদলে নিজের মতো করে থাকতে পারলে মন্দ কী!
যা-ই হোক, আমি আমার এই মেঠো জ্ঞান অধিক বিতরণ করতে চাই না—এই অত্যন্ত বিশিষ্ট শ্রোতাদের সামনে, বিশেষ করে এমন একটা সময়ে যখন আমার পরই বলতে উঠবেন বিজ্ঞান শাখার বিজয়ীরা। তাই আমি শিগগিরই শেষ করব, তবে এটাও বলব যে আজ আমার এক বিরাট দিন।
আপনাদের বিচারে আজ আমাকে বেছে নেওয়া হয়েছে হাজার হাজার জনের মধ্য থেকে, আমার মাথায় মুকুট পরানো হয়েছে। আমার দেশের পক্ষ থেকে আমি সুইডিশ একাডেমি এবং গোটা সুইডেনকে ধন্যবাদ জানাই এই বিরল সম্মান দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে এই বিরাট সম্মানের ভারে আমার মাথা নুয়ে আসছে ঠিকই, কিন্তু আমি গর্বিত এই ভেবে যে আপনাদের একাডেমি এই সম্মান বহনের মতো চওড়া কাঁধ আমার মধ্যে দেখতে পেয়েছে।
ন্যুট হ্যামসন ১৯২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫