Ajker Patrika

পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ৫০
পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

তীব্র স্রোত এবং পদ্মা সেতুর নিরাপত্তার কারণে ১১ অক্টোবর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে আগের থেকে পদ্মায় স্রোতের তীব্রতা কমে আসায় এই নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ৩১টি হালকা যানবাহন নিয়ে ফেরি কুঞ্জলতা পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পরীক্ষামূলক ফেরিটি সফলভাবে শিমুলিয়া থেকে যাত্রী ও যানবাহন নিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ভেড়ে। এরপর আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এ সময় পরীক্ষামূলক ফেরিতে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ, বাংলাদেশ সেনাবাহিনী ও পদ্মা সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত থেকে সার্ভে করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এর আগে পদ্মা সেতুর সঙ্গে ধাক্কা লাগাসহ অন্যান্য দুর্ঘটনা এড়াতে গত ১৮ আগস্ট থেকে টানা ৪৭ দিন বন্ধ থাকার পর ৪ অক্টোবর চালু হয়েছিল এই নৌরুটে ফেরি চলাচল। তবে মাত্র সাত দিনের মাথায় আবারও সেতুর নিরাপত্তার কারণে বন্ধ হয়ে যায় ১১ অক্টোবর। এরপর টানা ১৫ দিন বন্ধ থাকার পর আজ পরীক্ষামূলক ফেরি চলাচলের মধ্য দিয়ে স্বাভাবিক হতে পারে এ নৌরুটে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সদস্যদের সিদ্ধান্তে ফেরি সচল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত