খায়রুল বাসার নির্ঝর
নতুন ছবি মুক্তির খবর জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। আগামী ৪ ফেব্রুয়ারি সারা দেশের সিনেমা হলে আসবে ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে বুবলীর সঙ্গী হয়েছেন আদর আজাদ ও আসিফ। ‘তালাশ’ প্রসঙ্গে বুবলীর সঙ্গে কথা বলেছেন খায়রুল বাসার নির্ঝর
নতুন বছরে আপনার প্রথম ছবি হতে যাচ্ছে ‘তালাশ’। এ ছবিতে দর্শক আপনাকে কী ধরনের চরিত্রে দেখবেন?
একদম অন্যরকম আমাকে দেখবেন। এ ধরনের গল্পে আমার আগে কাজ করা হয়নি। খুব বেশি কিছু বলব না গল্প নিয়ে। শুধু এটুকু বলতে চাই, সুন্দর একটি গল্পের ছবি। সৈকত ভাই খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। দর্শকের ভীষণ ভালো লাগবে, এটুকু নিশ্চয়তা দিতে পারি।
‘তালাশ’-এ আপনি নতুন দুজন অভিনেতার সঙ্গে কাজ করেছেন—আদর আজাদ ও আসিফ। কতটা সম্ভাবনা দেখলেন তাঁদের মধ্যে?
আদর আজাদের সঙ্গে আমি এই প্রথম অভিনয় করলাম। উনার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা খুব ভালো। আদর দারুণ অভিনেতা। উনার আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন ছাড়াও ফিল্মের প্রতি তিনি খুব পজিটিভ। আমাদের শিল্পীদের মধ্যে এ ধরনের মানসিকতা খুব দরকার। আমার মনে হয়, আদর ভবিষ্যতে খুব ভালো করবেন। আর আসিফ র্যাম্পে কাজ করেন। তিনিও দারুণ অভিনয় করেছেন এ ছবিতে। তাঁদের যথেষ্ট পটেনশিয়াল মনে হয়েছে।
এটা মূলত কিসের ‘তালাশ’? প্রেম, মার্ডার নাকি থ্রিল?
ছবি রিলিজের আগপর্যন্ত এটা আপাতত সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ই থাকুক, যেখানে বুবলী আছে, আদর আজাদ আছে, আসিফ আছে। এটা মূলত থ্রিলার-রোমান্টিক গল্প। সাসপেন্স আছে। সবকিছু মিলে ছবিটি খুব ইন্টারেস্টিং।
‘তালাশ’-এর শুটিং দেখে মনে হয়েছে, আপনার চরিত্রটি একজন গায়িকার। এটা কি সত্যি?
ডেফিনেটলি। থ্রিলার, সাসপেন্স অনেক কিছুই আছে। কিন্তু এটি আসলে মিউজিক্যাল ফিল্ম। মিউজিকের অনেক ভ্যারিয়েশন আছে। দর্শক অন্য রকম স্বাদ পাবে। গল্প বা চরিত্র নিয়ে আর কিছু না বলি। বাকিটা দর্শক সিনেমা হলে গেলেই বুঝতে পারবে।
গত কয়েক মাসে বেশ কিছু ছবি মুক্তি পেলেও তেমন ব্যবসা করতে পারছে না। ‘তালাশ’ কি এই চিত্রটা বদলাতে পারবে?
আমরা যতই বলি— আমাদের দেশটা ছোট, তবে এখানে বিনোদনের মার্কেটটা কিন্তু অনেক বড়। আর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। যদি সবাই মিলে পরিকল্পনা করে পরপর ভালো ছবি দিতে পারি, তাহলে দর্শক হলে আসবে। তারা আসতে চায়। ‘তালাশ’ নিয়ে আমরা সেই প্রত্যাশা করছি। বাকিটা আগামী ৪ ফেব্রুয়ারির পর বোঝা যাবে।
নতুন ছবি মুক্তির খবর জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। আগামী ৪ ফেব্রুয়ারি সারা দেশের সিনেমা হলে আসবে ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে বুবলীর সঙ্গী হয়েছেন আদর আজাদ ও আসিফ। ‘তালাশ’ প্রসঙ্গে বুবলীর সঙ্গে কথা বলেছেন খায়রুল বাসার নির্ঝর
নতুন বছরে আপনার প্রথম ছবি হতে যাচ্ছে ‘তালাশ’। এ ছবিতে দর্শক আপনাকে কী ধরনের চরিত্রে দেখবেন?
একদম অন্যরকম আমাকে দেখবেন। এ ধরনের গল্পে আমার আগে কাজ করা হয়নি। খুব বেশি কিছু বলব না গল্প নিয়ে। শুধু এটুকু বলতে চাই, সুন্দর একটি গল্পের ছবি। সৈকত ভাই খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। দর্শকের ভীষণ ভালো লাগবে, এটুকু নিশ্চয়তা দিতে পারি।
‘তালাশ’-এ আপনি নতুন দুজন অভিনেতার সঙ্গে কাজ করেছেন—আদর আজাদ ও আসিফ। কতটা সম্ভাবনা দেখলেন তাঁদের মধ্যে?
আদর আজাদের সঙ্গে আমি এই প্রথম অভিনয় করলাম। উনার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা খুব ভালো। আদর দারুণ অভিনেতা। উনার আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন ছাড়াও ফিল্মের প্রতি তিনি খুব পজিটিভ। আমাদের শিল্পীদের মধ্যে এ ধরনের মানসিকতা খুব দরকার। আমার মনে হয়, আদর ভবিষ্যতে খুব ভালো করবেন। আর আসিফ র্যাম্পে কাজ করেন। তিনিও দারুণ অভিনয় করেছেন এ ছবিতে। তাঁদের যথেষ্ট পটেনশিয়াল মনে হয়েছে।
এটা মূলত কিসের ‘তালাশ’? প্রেম, মার্ডার নাকি থ্রিল?
ছবি রিলিজের আগপর্যন্ত এটা আপাতত সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ই থাকুক, যেখানে বুবলী আছে, আদর আজাদ আছে, আসিফ আছে। এটা মূলত থ্রিলার-রোমান্টিক গল্প। সাসপেন্স আছে। সবকিছু মিলে ছবিটি খুব ইন্টারেস্টিং।
‘তালাশ’-এর শুটিং দেখে মনে হয়েছে, আপনার চরিত্রটি একজন গায়িকার। এটা কি সত্যি?
ডেফিনেটলি। থ্রিলার, সাসপেন্স অনেক কিছুই আছে। কিন্তু এটি আসলে মিউজিক্যাল ফিল্ম। মিউজিকের অনেক ভ্যারিয়েশন আছে। দর্শক অন্য রকম স্বাদ পাবে। গল্প বা চরিত্র নিয়ে আর কিছু না বলি। বাকিটা দর্শক সিনেমা হলে গেলেই বুঝতে পারবে।
গত কয়েক মাসে বেশ কিছু ছবি মুক্তি পেলেও তেমন ব্যবসা করতে পারছে না। ‘তালাশ’ কি এই চিত্রটা বদলাতে পারবে?
আমরা যতই বলি— আমাদের দেশটা ছোট, তবে এখানে বিনোদনের মার্কেটটা কিন্তু অনেক বড়। আর বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। যদি সবাই মিলে পরিকল্পনা করে পরপর ভালো ছবি দিতে পারি, তাহলে দর্শক হলে আসবে। তারা আসতে চায়। ‘তালাশ’ নিয়ে আমরা সেই প্রত্যাশা করছি। বাকিটা আগামী ৪ ফেব্রুয়ারির পর বোঝা যাবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫