Ajker Patrika

আগৈলঝাড়ায় এক দিনে সর্বোচ্চ টিকা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১০: ২৭
আগৈলঝাড়ায় এক দিনে সর্বোচ্চ টিকা

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরুর পর একদিনে সর্বোচ্চ টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা এক হাজার দশ জন ব্যক্তিকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত ২টি বুথে ১ম ৭০৫ জন এবং ২য় ডোজের ৩০৫ জনসহ এক হাজার ১০ জনকে টিকা দেওয়া হয়েছে।

টিকা নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে উপজেলার গৈলা, বাগধা, রত্নপুর, রাজিহার ও বাকাল ইউনিয়ন থেকে আসা নারী ও পুরুষদের।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন মোল্লা একদিনে সর্বোচ্চ টিকা নেওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, উপজেলার ৫৫ বছরের বেশি যাদের বয়স তাদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি সচেতনতার জন্যও বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত