Ajker Patrika

২ হাজার জেলের বিকল্প কর্মসংস্থান

প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর) 
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১১: ০৫
২ হাজার জেলের বিকল্প কর্মসংস্থান

চাঁদপুরের মতলব দক্ষিণে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত উপজেলায় নিবন্ধিত ২ হাজার ১০ জন জেলের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ক্রমান্বয়ে বাকি জেলেদের ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৩১৮। উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব দক্ষিণে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে নিবন্ধিত মোট জেলে ছিলেন ৫ হাজার ৫৮৬ জন। এর মধ্যে হালনাগাদে যাচাই-বাছাই করে বাতিল হয়েছে ২৬৮ জন।

এখন পর্যন্ত এসব নিবন্ধিত জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে সেলাই মেশিন, ভ্যানগাড়ি, ছাগলসহ বিভিন্ন উপকরণ পেয়েছেন ২ হাজার ১০ জন। বাকি ৩ হাজার ৩০৮ জন নিবন্ধিত জেলেদের মধ্যে ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, নিবন্ধিত জেলেদের প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। ক্রমান্বয়ে বাকিদের ও ব্যবস্থা করা হবে।

এ ছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিদের সম্মুখে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদ করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন কারণে ২৬৮ জেলে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত