Ajker Patrika

বীজ ধান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ২৪
বীজ ধান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে বিএডিসির বীজ ধান ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর পৃথক অভিযোগ করেছেন কাউকান্দি গ্রামের রুহুল আমিন ও লাকমা গ্রামের মহরম আলী।

অভিযোগে জানা যায়, গত ৩০ অক্টোবর বিএডিসির বীজ গোদাম থেকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজারে দুই গুদামে। মোট ২২ হাজার ৭৯০ কেজি বীজ ধান নৌপথে আসে। পথিমধ্যে জামালগঞ্জ উপজেলার নওগাঁও বাজারের কাছে গেলে একটি সংঘবদ্ধ দল তা ছিনিয়ে নেয়।

বাদাঘাট ইউপির নাগরপুর গ্রামের আতাউর রহমান ও হাফিজুর রহমান তাদের ভাড়া করা লোকজন নিয়ে বীজগুলো অন্য নৌকায় নিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। স্থানীয় চেয়ারম্যানসহ আমার দপ্তরের লোকজন নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খোঁজ নিচ্ছি। আমরা ব্যবস্থা করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত