Ajker Patrika

নগরীতে হঠাৎ বেড়েছে চুরি, গুরুত্ব পুলিশের

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ৪১
নগরীতে হঠাৎ বেড়েছে চুরি, গুরুত্ব পুলিশের

ময়মনসিংহে চলতি মাসে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে চুরির ঘটনা। শীত মৌসুম শুরুর আগেই বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। চলতি মাসেই চুরির ঘটনায় পাঁচটি মামলা হয়েছে বলে কোতোয়ালি থাকা সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে চুরি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের বাঘেরকান্দা এলাকার আরজ ব্যাপারী মোড়ের হার্ডওয়্যারের দোকানের ১১টি তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে।

ওই দোকানের মালিক মিয়া হোসেন বলেন, রাতে দোকানে তালা লাগিয়ে বাসায় যাই। মধ্যরাতে খবর পাই আমার দোকানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি দোকানে গিয়ে জানতে পারি, দোকানের সামনে ট্রাক রেখে ১১টি তালা কেটে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। দোকানটিই ছিল আমার শেষ অবলম্বন। দোকানের সবকিছু চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি।

নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি বেড়ে গেছে। আমি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি। এই চুরির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘শীত আসায় আগের তুলনায় একটু চুরি বেড়েছে। তবে পুলিশও প্রস্তুত রয়েছে। চলতি মাসে পাঁচটি মামলা হয়েছে চুরির ঘটনায়।’

ওসি আরও বলেন, ‘দোকানে চুরির ঘটনা অন্য কোনো কারণে হয়ে থাকতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। চুরির ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দোষীদের অচিরেই আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত